What's new

The Top List of Corrupted Country in Asia are India, Pakistan & Myanmar

Bengal Tiger 71

FULL MEMBER
Joined
Dec 23, 2016
Messages
351
Reaction score
0
Country
Bangladesh
Location
Bangladesh
দুর্নীতিতে এশিয়ায় শীর্ষে ভারত পাকিস্তান ও মিয়ানমার, নেই বাংলাদেশ


1506339444.jpg



দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার এমডিবি-১ তহবিল কেলেঙ্কারি ছাড়াও এশিয়ার অনেক দেশই দুর্নীতির কালিমা এড়াতে পারেনি। এর গভীরতা কতটুকু খতিয়ে দেখতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) দেড় বছর ধরে জরিপ চালিয়েছে।

সম্প্রতি ফোর্বসের প্রতিবেদন সূত্রে জানা যায়, টিআই তাদের জরিপে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ১৬টি দেশের বিভিন্ন অঞ্চলের ২০ হাজার মানুষের সঙ্গে কথা বলে। এসব মানুষের প্রতি চারজনের একজন সরকারি কোন প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে ঘুষ দিয়েছেন বলে জরিপে উঠে এসেছে। কোন কোন দেশে এ চিত্র আরো ভয়াবহ। দুর্নীতি সেসব দেশের প্রত্যহিক জীবনের অনুষঙ্গ হয়ে পড়েছে, এমন চিত্র জরিপে উঠে এসেছে। দুর্নীতিতে শীর্ষ পাঁচে পাকিস্তান ও মিয়ানমারের নাম থাকলেও নেই বাংলাদেশ। সে অনুযায়ী এশিয়ার মোট পাঁচটি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, মিয়ানমার ও এক নম্বরে ভারত।

ঘুষ গ্রহণের হারে টিআই এশিয়ার শীর্ষ পাঁচ দুর্নীতিগ্রস্ত দেশের যে তালিকা প্রকাশ করেছে তাতে শীর্ষে রয়েছে ভারত। ভারতে ঘুষ গ্রহণের হার ৬৯ শতাংশ। সরকারি ছয়টি বিভাগের মধ্যে স্কুল, হাসপাতাল, আইডি বিভাগ, পুলিশ এবং লাভজনক প্রতিষ্ঠানে গেলেই ঘুষ ‍দিতে হয় বলে জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেক লোক জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য দুর্নীতি রোধে কাজ করে যাচ্ছেন। ৫৩ শতাংশ লোক মনে করেন, প্রধানমন্ত্রী ঠিক কাজটি করছেন। তবে ৬৩ শতাংশ মানুষের ধারণা, সাধারণ জনগণই এ অবস্থায় পরিবর্তন আনতে পারে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। সেখানে ঘুষ গ্রহণের হার ৬৫ শতাংশ। ভিয়েতনামবাসী দুর্নীতিকে জাতিগত বিষয় বলে মনে করেন।

১৬টি দেশের মধ্যে ভিয়েতনাম এবং মালয়েশিয়ার মানুষ তাদের দেশের দুর্নীতির অবস্থা নিয়ে সবচেয়ে বেশি নেতিবাচক ছিলেন। ৬০ শতাংশ মানুষ মনে করেন, তাদের সরকার দুর্নীতি দমনে খুবই নগণ্য কাজ করছেন।

তৃতীয় স্থানে থাকা থাইল্যান্ডে ঘুষ গ্রহণের হার ৪১ শতাংশ। সরকারি-বেসরকারি সব খাতের দুর্নীতির কারণে ভোগান্তিতে রয়েছে দেশটি। দুর্নীতি দমনে সামরিক জান্তা সরকার অবশ্য দুর্নীতি প্রতিরোধী আইন-২০১৫ কঠোর করেছে। ৭২ শতাংশ মানুষ মনে করেন, দুর্নীতি দমনে সরকার ভালোভাবে কাজ করছে।

তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা যথাক্রমে পাকিস্তান এবং মিয়ানমারে ঘুষ গ্রহণের হার ৪০ শতাংশ।

জরিপে অংশ নেয়া তিন-চতুর্থাংশ পাকিস্তানি মনে করেন, বেশিরভাগ পুলিশ সদস্য দুর্নীতিগ্রস্ত। তাদের ধারণা এ অবস্থার পরিবর্তন সম্ভব না। তবে এক তৃতীয়াংশ লোক মনে করেন, সাধারণ মানুষ এ অবস্থায় পরিবর্তন আনতে পারেন।

আর জরিপে অংশ নেয়া মিয়ানমারের অর্ধেক লোক মনে করেন, অধিকাংশ পুলিশ সদস্য দুর্নীতিগ্রস্ত। ৪০ শতাংশ লোকের ধারণা: বিচারকরাই দুর্নীতিগ্রস্ত। তবে অবস্থার পরিবর্তন হবে বলে তারা মনে করেন।

Apart from South Korean President and Malaysian MDB-1 fund scandal, many Asian countries have not been able to avoid corruption. Transparency International (TI) conducted a survey for one and a half years to find out the depth of its depth.

Recently, according to Forbes reports, TI talks with 20,000 people from 16 different countries of Asia Pacific in their survey. According to the survey, every four people of these people have given bribe to work in a government organization. In some countries this image is more horrific. Corruption has emerged as a paradoxical picture of those countries. Pakistan and Myanmar have no names in the top five in corruption but Bangladesh Accordingly, five of the most corrupt countries in Asia are Vietnam, Thailand, Pakistan, Myanmar and India in one number.

India has topped the list of TI Asia's top five corrupt countries at the rate of bribe. Bribery rate in India is 69 percent. Half of the participants in the survey said that bribes in schools, hospitals, IDs, police and profitable enterprises among six divisions are to be bribed.

Prime Minister Narendra Modi is working to prevent corruption. 53 percent of the people think that the Prime Minister is doing the right thing. But 63 percent of people think that the general public can change the situation.

The second place in the list is Vietnam. The bribe rate is 65 percent. The Vietnamese think of corruption as a racial affair.

In 16 countries, the people of Vietnam and Malaysia were most negative about their country's corruption situation. 60 percent of the people think that their government is doing very little to prevent corruption.

Thirty-thirds of the bribe rate in Thailand is 41 percent. The country is suffering due to corruption in public and private sectors. The military junta government, however, tightened the Anti-Corruption Act-2011 72 percent of the people think that the government is working well to prevent corruption.

In the fourth and fifth places of the list respectively, Pakistan and Myanmar have a bribe rate of 40 percent.

Three-quarters of Pakistanis participating in the survey believe that most police members are corrupt. Their notion of change is not possible. But one-third of the people think that the common man can change the situation.

And half of Myanmar people participating in the survey believe that most police members are corrupt. 40 percent of the people think: The judges are corrupt. But they think the situation will change.
 
This news should be in South and central Asia section.Not here.
 
I suspect the poll. In a poll like this Bangladesh usually tops the list.
 

Country Latest Posts

Back
Top Bottom