What's new

SRK, Rani to perform in Bangladesh

Aaaahhh sharukh has fans because he is acting and dancing. By the way MJ though converted continued to sing and dance.

And regarding being spiritualist be practical 90% of the spiritualists are those who dont have caliber to get anything out of materialism.


And no one can be spiritualist without doing his duties. He is a pios muslim and does his duties thats it does not matter how you take it and secondly this aint KSA its called India.


I don't think MJ has converted to Islam before dying. There is speculation, but not enough evidence to come to conclusion. All the evidence has been refuted. Well, just my opinion.
 
.
I don't think MJ has converted to Islam before dying. There is speculation, but not enough evidence to come to conclusion. All the evidence has been refuted. Well, just my opinion.

oh well that is totally diffrent topic to discuss and i took it as it was just to avoid derailement of thread.
 
.
That is the point (the ^ red portion). If you know 5 things then we are able to speak on basis of those 5 things. But if I know 6 things and if I tell you something on the basis of 6th thing, then how could you will understand?
By the way, I have respect to all honest people in this earth irrespective of any religion and I do believe that all religions' aim is peace, although we thing ours is superior. Argument is over!

Congratulations. We are happy because we are No 1 Test team in the world, superior to our neighbors. We are happy that we are superior than our neighbors in economic growth & infrastructure. We are happy because in Kolkata's Hospital we treat so many Bangladeshis without any religious prejudice. We are superior because we can understand what Kazi Nazrul conveyed in his poems. You be happy with your superior religion, we will be happy improving our economy, develop our country, make it a global power.
 
.
‘Shah Rukh, Rani take Dhaka by storm
Mohiuddin Alamgir


Indian film icon Shah Rukh Khan on Friday took Dhaka city by storm as more than 25,000 people watched him and fellow actors Rani Mukherjee and Arjun Rampal perform live at the Army stadium.
The ‘Shah Rukh Kahn Live in Dhaka’ show, organised by Antar Showbiz, began at around 8:00pm, nearly three hours behind schedule.
Many people who bought tickets, even the holders of ‘diamond tickets’ worth Tk 25,000 each, alleged that they did not get seats at the stadium to watch the show because of mismanagement.
They also alleged that the organisers sold tickets in excess of the seats and the people who had come earlier, occupied the seats.
As the start of the show was delayed, the audience began shouting and a few incidents of scuffles between security guards and spectators took place before the beginning of the show.
No seats were kept reserved for newsmen who were invited to cover the show.
‘We bought two diamond tickets but watched the show standing as the seats in front of the stage were occupied earlier,’ alleged Dalia Kamal, who went to enjoy the show along with her friend. The tickets they held bore numbers 1157 and 1158.
Another diamond ticket holder, Nazrul Islam, alleged that many like him were compelled to watch the show sitting on the ground. The organisers must have sold tickets in excess of the seats, he alleged.
According to organisers, Antar Showbiz sold four categories of tickets priced at Tk 25,000, Tk 10,000, Tk 5,000 and Tk 3,000 each and they were supposed to sell 12,000 tickets.
Talking to New Age, Swapan Chowdhury, chairman of Antar Showbiz, admitted that the number of spectators was more than the seats at the show and there were problems with seating arrangement.
The three-hour show ended at 11:00pm. Private TV channel Boishakhi broadcast the show live.
 
.
Its a pity that this people missed the Arin roland jazz quartet yesterday at the national experimental theater. The crowd was awesome and the jazz was just moving. Cracked me up when the covered a song by "hason raja" though they came from new jersey.
 
Last edited:
. .
Its a pity that this people missed the Arin roland jazz quartet yesterday at the national experimental theater. The crowd was awesome and the jazz was just moving. Cracked me up when the covered a song by "hasoner raja" though they came from new jersey.

Hason Raja has internation exposure, mainly because of Tagore mentioning him number of times. So I'd not be surprised.
 
. .
Can anyone tell me how much are the SRK appearance fees for a show like this. I saw top tickets were being sold for Tk 25000 ( $362).
 
.
A friend of mine paid 5 tickets for 25,000 each for the top seats and still ended up at the back.
 
Last edited:
.
I just saw it on some blog dated May 2009 that SRK charges 3 crore rupees ( $666,666.66) :cheesy: for a private appearence,

shahrukh khan money charge fees for marriage dance performance

Ever Dreams of Hiring Bollywood king Shahrukh khan to dance or perform in your business fucntion of marriage function ?

Want to know how much money do SRK charge as fee for this service ?
IT is rs. 3 crore. Recently Shahrukh khan performed at kanti Govani's nephew's marriage function to entertain the baraatis.

Other bollywood stars who performed along with SRK in this function were Rani Mukherjee, Emraan Hashmi, and Bipasha Basu.

Sorry I dont what do other 3 stars charged . But if you are ready to pay Rs. 3 crore as a fee , SRK will come to entertain you. After all 3 crore is a huge money isnt it ?

posted by Atithi @ 6:07 PM

Not bad money for 3 hours of work !!!

link:

India 2010: shahrukh khan money charge fees for marriage dance performance
 
.
NBR probing income from Shahrukh Khan concert


he National Board of Revenue (NBR) has launched an investigation to assess actual income earned from the latest concert of Bollywood superstar Shahrukh Khan that took place in the city Friday.

Taxmen will scrutinise expenditures and the sponsored amount provided by 24 leading businesses, an NBR official said.

A 20-member vigilance team of the income tax department was present in the concert at Army stadium to see overall expenditures, sale of tickets and stage decoration.

The vigilance team will submit its investigation report today (Monday).

"We have launched the move to complete the groundwork of actual income from the concert to avoid any revenue loss in future," said Director General (DG) of NBR inspection cell Kanon Kumar Roy who heads of the vigilance team.
Advertisement

The investigation will help the government to ensure proper tax collection from one of the biggest shows in the country, he said.

The revenue board official said the NBR has already collected Tk 3.7 million advance income tax from the organiser of the concert.

NBR officials said Antar Showbiz, organiser of the concert, has showed Tk 5.0 million as honorarium of the Bollywood superstar which seems abnormally low to the taxmen.

They said other law enforcing agencies also launched the investigation simultaneously to assess actual expenditure in the concert.

The amount of sponsored money and expenditures will be cross-checked to assess earning of the event management company.

"The company will have to pay more tax with penalty if the investigation report finds concealment of information," said a senior NBR official.

The company has paid Tk 1.25 million advance tax, which is 25 per cent of the honorarium paid to Shahrukh Khan.

Talking to the FE, accounts director of Antar Showbiz Md Asif Hossain said: "We have estimated nearly Tk 40 million expenditures inthe concert.

link:

NBR probing income from Shahrukh Khan concert | PRIYO
 
.
শাহরুখ খান আসলেন মাতালেন
ওমর বিশ্বাস

১৯৯৮ সালে কুচকুচ হোতা হায় ছবি মুক্তি পাওয়ার আগেই ছবিটি ব্যাপক প্রচরণায় সিনেমাপ্রেমী তারুণ্যকে জয় করে নেয়। রাণী মুখার্জি তার প্রথম ছবিতেই উঠে আসেন হিট লিস্টে। শাহরুখ খানের তখন প্রতিষ্ঠা পাবার জন্য কোনোরকম পিছু টান নেই। সেই শাহরুখ খানের সাথে জুটি বেঁধে জনপ্রিয়তার তালিকায় উঠে আসেন প্রথমবারের মতো রাণী মুখার্জি। ফলে রাণীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিংবা বলা যায় ভারতের এই বাঙালীকে সাফল্যের জন্য তেমন দুঃশ্চিন্;তা করতে হয়নি। অল্প সময়ের মধ্যে বলিউডের রাণী হয়ে ওঠেন। দীর্ঘদিন তার অবস্থান ধরেও রাখেন। নিজস্ব গুণ থাকাতে একবারে প্রথমেই শাহরুখের সাথে জুটিবদ্ধ হয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। সেই শাহরুখ-রাণী জুটি রাজা-রাণীর মতোই ১০ ডিসেম্বর ঢাকা আসলেন। ঢাকা মাতালেন। ঢাকার মানুষের মন জয় করলেন। বেসরকারী টিভি চ্যানেল বৈশাখীর কল্যাণে ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে সরাসরি ‘শাহরুখ খান লাইভ’ অনুষ্ঠান মানুষ দেখার সুযোগ পেয়েছে। কোনো প্রকার কাটছাট, এডিটিং, সেন্সর বা ঘষামাজা ছাড়াই তাৎক্ষণিক অনুষ্ঠান দেশের মানুষ যারাই দেখতে চেয়েছে দেখতে পেরেছে। বৈশাখির সুবাদে আমাদের দেশসহ বিশ্বের কোটি কোটি দর্শকও হয়তো অনুষ্ঠানটি দেখেছে।

সেই রাণীর আগমনের সময়ই শাহরুখের জনপ্রিয়তা কেমন ছিল তা পরখ করার সুযোগ হয়েছিল ভারতে। কুচকুচ হোতা হায় ছবিটি মুক্তি পায়নি, কদিন পরেই মুক্তি পাবে তাতেই মানুষের মধ্যে দারুণ আগ্রহ দেখেছি। কলকাতা শহর পোস্টারে ভরে যায়। দিল্লীতে একই অবস্থা। ছবিটি মুক্তি পাওয়ার পর অগ্রিম টিকেটও সময়মতো না গেলে পাওয়া যেত না। হলগুলো ছিল হাউসফুল। আর সেসময় শাহরুখ ক্রেজ এতই তুঙ্গে যে শাহরুখের ছবি অঙ্কিত টিশার্ট তরুণী কিশোরীদের গায়ে শোভা পেতে দেখা গেছে বিপুল সংখ্যায়। শাহরুখ বলতে তারণ্য একেবারেই পাগল। শাহরুখ তখন দেবতুল্য হয়ে উঠছেন। বিশেষ করে মেয়েদের মধ্যে সেই ক্রেজ ছিল বেশি। সেই শাহরুখ বাংলাদেশে এসে প্রথমবারের মতো মাতিয়ে গেলেন। প্রায় ৩০ হাজার দর্শক লাইভ অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ পায়। যারা সরাসরি স্টেজের সামনে অনুষ্ঠানটি দেখেছেন তারা নিজেদের সৌভাগ্যবান বলেই মনে করেন। বাংলাদেশের মানুষ বড়াবড়ই অতিথিপরায়ন। শাহরুখের ক্ষেত্রে তার কমতি হওয়ার তো প্রশ্নই ওঠে না। বোম্বের সাড়া জাগানো এই নায়ক সারা বিশ্বেই তার ভক্ত অনুরক্তদের কাছে সমান জনপ্রিয়। ১৯৮৮ সালে দিল দরিয়া নামক টিভি সিরিয়াল দিয়ে তার যাত্রা শুরু। ১৯৯২ সালে দিওয়ানা সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ারে প্রবেশ। ‘কিং খান’ খ্যাত শাহরুখ খানের সর্বশেষ সিনেমা ‘মাই নেম ইজ খান’ ২০১০ মুক্তি পাওয়ার পর সাফল্য এখন তার পিছনেই ঘুরছে।

অসাধারণ অভিনয় প্রতিভার অধিকারী শাহরুখ খান আবার বাংলাদেশে আসবেন বলে জানান। তিনি বাংলাদেশের প্রশংসা করেন। ভারতের জামেয়া ইসলামিয়া বিশ্ব76;িদ্যালয় থেকে জার্নালিজমের মাস্টার্স ডিগ্রির অধিকারী শাহরুখ খান অনার্স করেন অর্থনীতিতে। তার চালচলন কথাবার্তা হাটা চলা দেখলেই বোঝা যায় অভিনয় ক্ষমতায় কত পারদর্শী তিনি। রোমান্টিক নায়ক হিসেবে কিং খান বর্তমানে বলিউডের এক নম্বর। বাংলাদেশের আয়োজক সংস্থা অন্তর শোবিজের কর্মকর্তারা একটি বড় মাপের অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করতে পারায় বেশ ফুরফুরে থাকতেই পারেন। জানা যায় দীর্ঘ ছয় বছরের প্রচেষ্টা ছিল এটা। এটাও জানা যায়, এতে ব্যবসা হয়েছে শত কোটি টাকার। ফলে অন্তুর শোবিজসহ সংশ্লিষ্ট ব্যবসায়িক পার্টনার প্রতিষ্ঠানগুলো যে আর্থিকভাবে লাভবান হবে তা বলাবাহুল্য। বাণিজ্যের ব্যাপার এর সঙ্গে জড়িত থাকাই স্বাভাবিক। তবে বেরসিক আয়কর কর্মকর্তাদের আয়কর সংক্রান্ত বিয়টি খতিয়ে দেখার কথা পত্রিকাতে প্রকাশিত হয়েছে। শাহরুখের বিশাল বহরের পিছনে খরচ কতো হয়েছে তা জানা যায়নি। শাহরুখই বা কত টাকা এদেশ থেকে নিয়ে গেলেন তাও অজানা। তবে একটি সার্থক সফল অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠানকে এধরনের অনুষ্ঠানের নানামুখী আয়োজনে আরো উদ্বুদ্ধ করবে তা বলাই যায়।

শাহরুখের অসাধারণ পারফর্মেন্সের সাথে আরো যুক্ত ছিলেন ইশা কোপিকার, নায়ক অর্জুন রামপাল, ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জরিওয়ালা, সঙ্গীতশিল্পী নিরাজ শ্রীধর, নৃত্য পরিচালক গণেশ হেজসহ অরো অনেকে। আলো ঝলমল, চোখ ধাঁধানো পরিবেশ ছিল। চোখ ধাঁধানো লাইভ শো হয়েছে সেদিন। যারা স্টেজের সামনে বসে অনুষ্ঠানটি দেখছিলেন তাদের আবেগ আপ্লুত চেহারা টিভির পর্দায় দেখা গেছে। যারা শাহরুখকে ধরে দেখতে পেরেছেন স্টেজে গিয়ে দর্শকদের সামনে তাদের চেহারাই বলে দিচ্ছিল তারা নিজেদের পরম সৌভাগ্যবান ভাবছেন। আর শাহরুখ স্বেচ্ছায় যাদের ছুঁয়ে দিয়েছেন তারা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন কিংবা বাঘের চোখের দেখা পেয়েছেন। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল তারা ছিলেন আত্মহারা। তারা দিশেহারা হয়েছিলেন বলেই কি করবেন ভাবতে পারছিলেন না। তবে তারা সহজেই পরিস্থিতির সাথে তাল মেলাতে চেষ্টা করেন। কিন্তু শাহরুখ খানই যে তাদের স্থির থাকতে দিচ্ছিলেন। বিশেষ করে মাহিউজ্জামানের সহধর্মিণী আলিফ লায়লাকে যেভাবে শাহরুখ খান তার হাতের স্পর্শ আর আদর সোহাগ দিচ্ছিলেন তাতে তার আত্মহারা বা দিশেহারা হয়ে যাওয়ারই কথা!

শাহরুখের এই অনুষ্ঠান থেকে সরাসরি আনন্দ পেলেন শাহরুখ ভক্তরা। অভিনয় প্রতিভায় তিনি যে কত পারদর্শী তা হাতে হাতে প্রমাণ দেন। কমন সেন্সের ব্যবহার তিনি দেখালেন। কোন পরিস্থিতিতে কি করতে হয় তা তিনি দেখালেন। যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা তিনি প্রমাণ করতে পেরেছেন। আর এসব গুণের জন্যই তো তিনি সব কিছু ডিঙ্গিয়ে শীর্ষে অবস্থানে নিজেকে তুলে ধরতে পেরেছেন। শাহরুখের যে অভিনয় গুণ তার সাথে আমাদের দেশের কারোর তুলনা না করাই ভালো। শাহরুখ মন মাতালেন। পত্রপত্রিকাগুলো তার স্তূতি আর প্রশংসার ফুলঝুরি অনেক দিন ধরে চলবে। তবে তার আয়োজক প্রতিষ্ঠান কয়েকটি বিষয়ে শাহরুখের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন কিনা সেই প্রশ্ন উঠবে।

নাচে-গানে ভরপুর পুরো অনুষ্ঠানটিতে ভারত থেকে আগত শিল্পীরা বাংলাদেশের স্টেজকেও বলিউডের কোনো কিছু হিসেবে বিবেচনা করেই পারফর্ম করেন। ফলে তাদের পোশাক আশাকে ছিল না কোনো বিধিনিষেধ। ছিল না কোনো বাছবিচার। আমাদের দেশের পক্ষ থেকেও তাদেরকে কেউ পূর্বে কোনো ধারণা দিয়েছে কিনা, বিশেষ করে কৃষ্টি কালচার সম্পর্কে, তা জানা যায়নি। শাহরুখ যেভাবে আলিফ লায়লাকে দর্শকদের সামনে বেশ কয়েকবার চুমু খান তা সত্যিই লজ্জাজনক। কয়েক দিন আগেই ইসলামিক ফাউন্ডেশনে ইমামদের সামনে ব্যালে নৃত্য পরিবেশন করা নিয়ে বেশ প্রতিবাদ হয়। সারাদেশে ইভটিজিংয়ের নামে বখাটেপনা বেড়েই যাচ্ছে। আইন, শাস্তি কোনো কিছুতেই তা থামানো যাচ্ছে না। ব্যালে নৃত্যের ঘটনা ঘটার মাত্র কয়েক দিনের মধ্যে এরকম চুমু খাওয়ার দৃশ্যের অবতারণা না করানোর ব্যাপারে শাহরুখের কাছে কোনো কিছু বলা হলে হয়তো নিশ্চয় তা আমাদের দেখতে হতো না। নাকি শাহরুখ আসবে তাতেই সকল প্রকার বাছবিচারকে গুলে খেয়েছেন আয়োজক প্রতিষ্ঠান। কি করবেন বুঝে উঠতে পারেননি, নাকি এদেশের গণমানুষের কৃষ্টি-কালচারকে বিবেচনায় রাখেননি তারা?

অনুষ্ঠানটি দেখলেই বোঝা যায় তাদের জন্য কোনো প্রকার টার্মস কন্ডিশন ছিল না। পুরো বিষয়টি শাহরুখদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর ছিল। আরো সুন্দর শালীন হতো যদি তাতে কিছু অসঙ্গতি, কিছু দৃষ্টিকটু আচরণ আর প্রকাশ ভঙ্গি না থাকতো। এই অনুষ্ঠান থেকে আমাদের প্রাপ্তি কি, কতটুকু তা এখনই বোঝা যাবে না। হয়তো আরো কিছু সময় লাগবে। চোখ ধাঁধানো অনুষ্ঠান দেখে জেগে উঠে চোখ কচলাতেও তো সময় লাগবে। অনেকে কোনো কিছু পাবে না নিরেট বিনোদন ছাড়া। কিন্তু শাহরুখরা বলিউড কি তা আমাদের নিজেরা এসে কি শিখিয়ে দিল? নাকি সেই পথে হাঁটার আয়োজনের উদ্বোধন করে গেল তা বিবেচনা করে দেখতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়িক লাভালাভ হিসেব করবে। বাংলাদেশ, দেশের জনগণকে এর থেকে প্রাপ্তির গভীরতা কতটুকু তা খতিয়ে দেখতে হবে ভিন্নভাবে। আমরা কি পেলাম, আমাদের বাছবিচারের ক্ষমতা কতটুকু তা নতুন করে হিসেবের খাতায় যোগ-বিয়োগ করতে হবে।

শাহরুখ একজন শক্তিমান অভিনেতা। রোমান্টিক হিরো। কিন্তু দর্শক পরিবেষ্টিত উন্মুক্ত অনুষ্ঠান তো বাংলাদেশের মাটিতে হয়েছে। এখানে এরকম অশালীন আচরণ শাহরুখের কাছে না বাধাই স্বাভাবিক। কিন্তু আমাদের জন্য তা মানানসই নয়। সেই সাথে স্বল্পবসনা, অর্ধবসনা উলঙ্গ নৃত্য একই সঙ্গে ছিল দৃষ্টিকটু, অশালীন। প্রতিটি নাচে গানে তা দেখা গেছে। শাহরুখের সাথে এদেশের কোনো সেলিব্রেটিদের দেখা যায়নি। তারা সাথে থাকলেও হয়তো পুরো পরিবেশকে শাহরুখ বলিউডের কোনো শ্যুটিং স্টুডিও বানাতে পারতো না। এটা বলিউড নয়, বাংলার মানুষের হৃদয়ে স্থান করতে আসা শাহরুখের কাছে এদেশের ঐতিহ্য, কালচার সম্পর্কে আরো স্পষ্ট ধারণা দিলে হয়তো অশ্লীল অনেক কিছুই আমাদের দেখতে হতো না। তাতে গ্লানির জন্ম হতো না। বরং শাহরুখ আরো সুন্দর আরো শ্লীল রোমাটিক অভিনয় দিয়ে অন্য কোনো কৌশলে দর্শক মাতাতেন তা বিশ্বাস করা যায়। শাহরুখের যে অভিনয় গুণ, যে ক্ষমতা তাতে সেই পরিবেশ তিনি নিঃসন্দেহে সৃষ্টি করে নিতে পারতেন। তাকে তখন বলে বোঝাতে হতো না প্রথমবারের মতো বাংলাদেশে আসায় এরকম ভালগার জোকসকে যেন আমরা মেনে নেই।


লেখকঃ কবি, প্রাবন্ধিক, সম্পাদক: চাঁড়–লিয়া
ইমেল: omarbiswas@hotmail.com

?????? ??? ????? ??????? :: ওমর বিশ্বাস Omar Biswas
 
.
He did sejda to that woman.........I do not like his this type of attitude at all, what type of Muslim he is who can do sejda to anyone at any time? He always acts and manipulates. He said BD's everything is made of gold, the sky, the soil, the trees.....everything....what a type of bullsh1t before audience........





@Monitor........please resize you font in above post.

What else do you expect from a Bollywood actor known for his over the top acting? I wish his speech weren't this shallow.
 
.
Hahahaha :rofl:

Sorry but it was too funny! :lol:

apo-sonskriti, ulongo nach, swamir saamne stree ke chumbon!!

:rofl:

For once, I liked Shahrukh! :P
 
.

Pakistan Defence Latest Posts

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom