1. Apparently you don't know how to google. This massive old structure in Bhawanipur is located in an isolated corner. You get down at Netali Subash MTR station and people will direct you to Sunny Villa from a distance. No one wants to go near because several well-built men will come out from no where whenever anyone approaches.
2. Shahhed e Khalistan Gen Shahbegh Singh worked under cover as a rickshaw-puller in Dhaka weeks prior to PA crackdown '71.
সেনাবাহিনীর নিয়োগে ভারতীয় বিজ্ঞাপন এবং উত্তরার অস্ত্রঃ ‘র’ এর চক্রান্তের নয়া সংস্করণ !!
Published On Tuesday, June 21, 2016 By
Sheikh Mohiuddin Ahmed. Under:
প্রচ্ছদ,
বাংলাদেশের সংবাদ.
inShare0
শেখনিউজ রিপোর্টঃ সম্প্রতি ভারতীয় একটি চাকুরী সংক্রান্ত ওয়েব সাইটে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর হইচই হয়েছে, এখনো হচ্ছে যদিও বাংলাদেশ সেনাবাহিনী থেকে এ নিয়ে কোন মাথা ব্যাথা লক্ষণীয় নয়। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে জাতিকে ধরেই নিতে হচ্ছে ঘটনাটি আসলেই সত্য। ঠিক তেমনি উত্তরায় বৌদ্ধ মন্দিরের পাশে এক গাড়ি বোঝাই অস্ত্র শস্ত্র ফেলে রেখে কেউ চলে গেলেও কিছুটা হইচই হলেও তা নিয়ে আর কোন উচ্চবাচ্য নেই। এ নিয়ে গোপন কয়েকটি সুত্র থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। দুটো ঘটনার সাথেই ‘র’ এবং বাংলাদেশী একটি গোয়েন্দা সংস্থা জড়িত বলে জানা গেছে।
উল্লেখ্য পিলখানায় বিডিআর’র সেনা অফিসারদের হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীকে সাইজ করা শুরু হয়। এতো সাইজের পরেও হাজার হাজার দেশপ্রেমিক অফিসার রয়ে যায় যাদের চিহ্নিত করাও দুঃস্কর হয়ে পড়ায় ভারতীয়দের আতংক একটুও কমেনি। তাই ৭৫ এ তাদের বানানো ব্লু প্রিন্ট’র আধুনিক সংস্করণ বানানোর পরে এর ধারাবাহিক বাস্তবায়ন শুরু হয় পিলখানার ঘটনা থেকে। কি সেই ধারাবাহিক বাস্তবায়ন আর কিইবা সেই ব্লু প্রিন্ট?
জাসদের গণবাহিনী এবং ‘বিপ্লবী সৈনিক সংস্থা’ই হলো সেই ব্লু প্রিন্ট। ৭৫ এ বিপ্লবী সৈনিক সংস্থা দিয়ে সেনা অফিসার হত্যার যে ধারাবাহিকতা ‘র’ শুরু করেছিল জেনারেল জিয়া ও তার বিশ্বস্ত সহকর্মীদের কারনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সে ধাক্কা শুধু সামলেই ওঠেনি তারা পাল্টা ব্যবস্থাও গ্রহন করেন। তাদের হাতেই গড়ে ওঠে জাতির অহংকার সশস্ত্র বাহিনী; যারা ভারতীয় যে কোন আক্রমন মোকাবেলায় সক্ষম হয়ে দাড়ায়। সামগ্রিক একটি যুদ্ধে ছোট্ট বাংলাদেশ ভারতীয়দের সামরিক আগ্রাসনকে উল্টো অখণ্ডতার জন্য হুমকি হতে পারে দেখেই ভারত সেই ব্লু প্রিন্টের নয়া সংস্করন বানায়। যার প্রেক্ষিতে জেনারেল জিয়া নিহত হন, কয়েকশ সেনা অফিসারকে গোপনে লাখ লাখ টাকা মাসহারা গোপনে দেয়া শুরু হয়। ফলাফল ১/১১ এর নেতৃত্ব সেই মাসহারা পাওয়া অফিসারদের হাতে চলে যায়; যার প্রেক্ষিতে রাজনৈতিক নেতৃত্ব পায় ভারতীয়দের সরাসরি এজেন্ট মিসেস হাসিনা গং এবং পিলখানায় সেনা অফিসার হত্যা সফল হয়। এরপর বহু অফিসার চাকুরিচ্যুত হন। যারা এরপর সেনা নেতৃত্বে আসিন হন তাদের অধিকাংশই হলেন সেই মাসহারা পাওয়া অফিসারগন। কিন্তু তারপরেও স্বস্তি নেই ‘র’ শিবিরে। সেনা কম্যান্ড থেকে সর্ব স্তরে তাদের সরাসরি লোকজন কাভার পোস্টিং পান। ডিজিএফআই এর প্রধান ও আরও গুরুত্বপূর্ণ কয়েকজন তাদের সরাসরি মাসহারা প্রাপ্ত হওয়ায় সকল স্থানে ‘র’ গেড়ে বসে। শুরু হয় আবারো বিপ্লবী সৈনিক সংস্থার কাজ। লক্ষ্য সেনা কম্যান্ড ধংস করা। এ বিষয়টি আচ করতে পেরে মেজর জেনারেল (অব) তারিক সিদ্দিকি এবং সেনা প্রধান জেনারেল বেলাল এ বিষয়ে কিছুটা হলেও বাধ সাধেন। কিন্তু ততদিনে ডিজিএফআই প্রধান মে জেনারেল আকবর ও তার হাতে গোনা কয়েকজন অফিসার এবং জাসদের হাসানুল হক ইনুদের ঐ সৈনিক সংস্থা তাদের সেই চেষ্টা প্রতিহত করতে থাকে।
অবৈধ সরকারের ভেতরের সেই টানাপোড়নের ফল হচ্ছে জাসদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সরাসরি আক্রমন, যে আক্রমন বুক ফুলিয়ে প্রতিহত করে চলেছে ইনু সাহেব গং। এই প্রতিহত করার বিষয়ের সাথে ‘র’ যুক্ত করেছে ভারতীয় পোর্টালে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের বিষয়ে। বর্তমানে ঐ পোর্টালে বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু ঐ পোর্টালে বিজ্ঞাপন দেয়ার পরে india.com নিউজ পোর্টালে খবর ছাপা হয় বাংলাদেশের সেনা বাহিনীতে যোগ দিতে পারবেন ভারতীয়রা। সেখানে লেখা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয় বলেছেন, বাঙালিদের উচ্চতা কম তাই পাঞ্জাবিদের উচ্চতার মত যুবকদের সেনা হিসেবে চাই। এ প্রোপ্যাগান্ডার লক্ষ্য কি?
লক্ষ্য সেনাবাহিনীর উপর মনস্তাত্মিক আক্রমন। যার আছর জাতির উপরও পড়বে। আওয়ামী লীগের হাসিনাসহ অনেক বুদ্ধিমান নেতারাই জানেন একসময় নিজ স্বার্থে ভারত তাদের সমর্থনের হাত গুটিয়ে নিলে যাতে নিজেরাই টিকে থাকতে পারেন সেজন্য তারা সশস্ত্র বাহিনীগুলোকে শক্তিশালী করার পদক্ষেপ নেন। যেগুলো ভারতের মাথা ব্যাথার কারন হয়। তাই অবৈধ সরকারের ভেতরেই বিষফোঁড়া ঢুকিয়ে শক্তিশালী করে রাখে। খুব সহসাই সেনাবাহিনীর কম্যান্ড ধ্বংসই শুধু নয় সৈনিক দিয়ে আরেকটি ম্যাসাকার করাবে ‘র’। ইতিমধ্যেই বাংলাদেশী বানিয়ে অনেক ভারতীয়কে সেনাবাহিনীতে প্রবেশ করানো হয়েছে। ভারতীয় পোর্টালে বিজ্ঞাপন একটি টেস্ট কেস; যেমন টেস্ট কেস মিসেস হাসিনা সেনানিবাসে যাওয়ার পর আজান বন্ধ করে দেয়া হয়।
ঠিক তেমনি উত্তরার অস্ত্র ফেলে যাওয়ার ঘটনার সাথে জড়িত নম্বর প্লেট বিহীন গাড়ি। নম্বর প্লেট বিহীন গাড়ি কেবলমাত্র ডিজিএফআই ব্যবহার করে। কোন কোন সময় এনএসআই-ও করে তবে বর্তমান সময়ে ডিজিএফআই এর দাপটে এনএসআই-কে কাজই করতে দেয়া হয় না। এখন এই অস্ত্রগুলো ঐখানে নেয়া হয়েছিল পশ্চিমা ও ভারতীয় লিঙ্কের জঙ্গি নাটক এগিয়ে নেয়ার জন্য একটি আপডেটেড স্তর পার করার জন্য। কিন্তু বিধি বাম; হল না। ধরা পড়ার আগেই চলে যেতে হল অস্ত্র ফেলে রেখে। এরপর ঐ অস্ত্রের বিষয়টি চাপা পড়া শুরু করেছে। ডিজিএফআই-এর অধিকাংশ অফিসার এ বিষয়টিতে অন্ধকারে। যেমন মিসেস হাসিনা নিজেই অন্ধকারে। কয়েকটি গোপন ইকুইপমেন্ট কিনতে ইতিমধ্যেই টাকা ছাড় দিলেও ডিজিএফআই প্রধান সেই টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনে ভারতীয়দের কাছে গোপনে হস্তান্তর করেও দিয়েছেন, এমন অভিযোগ গোপন সুত্রে রয়েছে। কিন্তু অজ্ঞাত কারনে হাসিনাও জেনারেল আকবরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। তাই হাসিনা র্যাবের কর্নেল জিয়াকে ব্রিগেডিয়ার বানিয়ে এনএসআই-তে নিয়ে গেছেন, আগামীতে ডিজিএফআই য়ে প্রেরন করবেন।
কিন্তু ‘র’ এর পরিকল্পনা থেমে নেই, থাকবে না। রাজনৈতিক দলগুলোকে তারা ঠাণ্ডা করে দেয়ায়, নেতৃত্বগুলোকে বশে নিয়ে যাওয়ায় তাদের জন্য এই কাজগুলো সহজভাবে করতে কেউ বাঁধা দিতে পারছে না। খুব সহসাই কোন অঘটন ঘটতে পারে বলে সুত্র জানিয়েছে যা দেশপ্রেমিকদের বিচলিত করতে পারে বা উদ্বেগের কারন হবে। তাই কোন কিছুকেই বিচ্ছিন্নভাবে দেখার আর অবকাশ নেই।
=======
This confirms previous report. Suggests after destroying BDR at Peelkhana, RAW has now targeted BA.
http://www.india.com/bengali/world/omg-now-indians-can-join-bangladesh-army/
http://www.india.com/bengali/world/omg-now-indians-can-join-bangladesh-army/
This Indian site says Joy prefers Punjabi soldiers for BA. Joy spent his childhood in India and attended the most expensive/elite school there courtesy GOI. His first wife was a Punjabi-Kerala girl. Obviously he could have weakness for Punjabi soldiers.His mom SHW admired PA Punjabi soldiers who had looked after Mujib's family in '71.