What's new

Nobody Could Use Land of Bangladesh Against Neighbor's : PM

Bengal Tiger 71

FULL MEMBER
Joined
Dec 23, 2016
Messages
351
Reaction score
0
Country
Bangladesh
Location
Bangladesh
Prime Minister Sheikh Hasina said to Indian army chief that govt. of BD always determine protest to use their land against neighbor's.


প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টার পাশাপাশি বাংলাদেশ এই অঙ্গীকার দৃঢ়ভাবে পালন করে যাচ্ছে।

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আজ রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশ সফরের জন্য জেনারেল রাওয়াতকে ধন্যবাদ জানান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের, বিশেষ করে সে দেশের সেনাবাহিনীর অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের প্রধান কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচন ও সন্ত্রাস নির্মূল করা। তিনি পরমাণুশক্তি খাতে দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ভারতের সেনাপ্রধান বাংলাদেশের চলমান উন্নয়নের প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীল বাংলাদেশ দেখে আমরা আনন্দিত।’ দুই দেশের যৌথ সাইকেল অভিযাত্রার কথা উল্লেখ করে জেনারেল রাওয়াত বলেন, উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। তিনি বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

জেনারেল রাওয়াত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে আমরা গুরুত্ব দিই এবং সবকিছুই সমানভাবে দেখি। দেশের আকার এখানে কোনো বিষয় নয়। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মর্যাদা সব ক্ষেত্রে সমান।’ তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তির প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
upload_2017-4-3_10-49-40.jpeg


SHW always said this word when any Indian delegate came to visit our country. But never any Indian guest said that we are committed to 0 border killing, no arms will be supply to BD insurgents. But what we observed when militants are attacked in Holy Artisan,Ak 22 rifles are found which is used to the operation & which is made in Bihar,India. Also they are always support & supply arms to shanti bahini in Chittagong. in this Asian subcontinent India is also responsible for terrorist production & security threat for BD.
 
Last edited:
.
General Bipin Rawat seems to be from Garawal by his looks.
 
.
Implementing Chapter VIII of UN charter, however,unilaterally.

CHAPTER VIII: REGIONAL ARRANGEMENTS

Article 52

  1. Nothing in the present Charter precludes the existence of regional arrangements or agencies for dealing with such matters relating to the maintenance of international peace and security as are appropriate for regional action provided that such arrangements or agencies and their activities are consistent with the Purposes and Principles of the United Nations.
  2. The Members of the United Nations entering into such arrangements or constituting such agencies shall make every effort to achieve pacific settlement of local disputes through such regional arrangements or by such regional agencies before referring them to the Security Council.
  3. The Security Council shall encourage the development of pacific settlement of local disputes through such regional arrangements or by such regional agencies either on the initiative of the states concerned or by reference from the Security Council.
  4. This Article in no way impairs the application of Articles 34 and 35.
Article 53
  1. The Security Council shall, where appropriate, utilize such regional arrangements or agencies for enforcement action under its authority. But no enforcement action shall be taken under regional arrangements or by regional agencies without the authorization of the Security Council, with the exception of measures against any enemy state, as defined in paragraph 2 of this Article, provided for pursuant to Article 107 or in regional arrangements directed against renewal of aggressive policy on the part of any such state, until such time as the Organization may, on request of the Governments concerned, be charged with the responsibility for preventing further aggression by such a state.
  2. The term enemy state as used in paragraph 1 of this Article applies to any state which during the Second World War has been an enemy of any signatory of the present Charter.
Article 54
The Security Council shall at all times be kept fully informed of activities undertaken or in contemplation under regional arrangements or by regional agencies for the maintenance of international peace and security.
 
.
Prime Minister Sheikh Hasina said to Indian army chief that govt. of BD always determine protest to use their land against neighbor's.


প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টার পাশাপাশি বাংলাদেশ এই অঙ্গীকার দৃঢ়ভাবে পালন করে যাচ্ছে।

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আজ রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশ সফরের জন্য জেনারেল রাওয়াতকে ধন্যবাদ জানান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের, বিশেষ করে সে দেশের সেনাবাহিনীর অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের প্রধান কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচন ও সন্ত্রাস নির্মূল করা। তিনি পরমাণুশক্তি খাতে দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ভারতের সেনাপ্রধান বাংলাদেশের চলমান উন্নয়নের প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীল বাংলাদেশ দেখে আমরা আনন্দিত।’ দুই দেশের যৌথ সাইকেল অভিযাত্রার কথা উল্লেখ করে জেনারেল রাওয়াত বলেন, উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। তিনি বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

জেনারেল রাওয়াত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে আমরা গুরুত্ব দিই এবং সবকিছুই সমানভাবে দেখি। দেশের আকার এখানে কোনো বিষয় নয়। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মর্যাদা সব ক্ষেত্রে সমান।’ তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তির প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
View attachment 388337

SHW always said this word when any Indian delegate came to visit our country. But never any Indian guest said that we are committed to 0 border killing, no arms will be supply to BD insurgents. But what we observed when militants are attacked in Holy Artisan,Ak 22 rifles are found which is used to the operation & which is made in Bihar,India. Also they are always support & supply arms to shanti bahini in Chittagong. in this Asian subcontinent India is also responsible for terrorist production & security threat for BD.

Prime Minister Sheikh Hasina reiterated her government's firm commitment, saying that neighboring country's soil to be used against any country will not be allowed. She said that efforts to change the fate of the people of Bangladesh, as well as keeping this commitment is firm.

The prime minister met with Indian Army Chief General Bipin Rawat on Sunday evening.

After the meeting, PM's Press Secretary Ihsanul Karim told reporters that the Bangladesh Prime Minister Sheikh Hasina thanked General Rawat for his visit. She recalled with gratitude the role of the Indian army in the Bangladesh liberation war, in particular.

Sheikh Hasina said her government's primary objective is to reduce poverty and eliminate terrorism. She stressed the need for cooperation between the two countries in the Nuclear sector.

Indian Army chief praised the ongoing development, said: "We are delighted to see a stable Bangladesh under the leadership of Prime Minister Sheikh Hasina." Referring to the two countries' joint bicycle journeys General Rawat said the two countries have excellent relations between their Armies. Strengthening military cooperation between Bangladesh and India is important, he stressed.

General Rawat said, "We value friendship with Bangladesh and see everything equally. The size is not an issue here. India and Bangladesh Army rank equally in all respects". He also praised the successful completion of the India and Bangladesh Land Boundary Agreement.

The Principal Secretary Kamal Abdul Naser Chowdhury, Principal Staff Officer of Armed Forces Division. General Mohammad Rahman, Prime Minister's Military Secretary Major General Mia Mohammad Abedin and Indian High Commissioner to Bangladesh Harshavardhan Shringla were present.

(Edited from Google translate)
 
.

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom