What's new

Hasina's Delhi tour postponed

Species

SENIOR MEMBER
Joined
Oct 12, 2014
Messages
3,678
Reaction score
-6
Country
Bangladesh
Location
Bangladesh
Prime minister Sheikh Hasina’s proposed New Delhi visit has been postponed and it is unlikely to take place this month.

“There have been some last-minute changes. We’ll soon finalise new dates for the important visit,” a highly placed diplomatic source told UNB on Thursday without elaborating the reasons behind the changes.

The prime minister was scheduled to leave for New Delhi on 18 December to discuss a wide range of bilateral issues with her Indian counterpart Narendra Modi during the visit.

With this visit, both sides hoped that the relations between Bangladesh and India will see a newer dimension as there will be fresh initiatives to take forward the ties to the next level.

Though the long-pending Teesta water sharing deal remains a key factor during any high-level visit, officials in Dhaka and Delhi could give no specific information in favour of any breakthrough over Teesta.

Prime pinister Sheikh Hasina, however, said she is ‘still hopeful’ about the Teesta water sharing agreement with India but did not tell whether it will be signed or not during her New Delhi visit. “I’m going to India, I’m not going with any condition… discussion is on for Teesta river water sharing and we’re hopeful," she told the media on Saturday.

On 16 October, Hasina and her Indian counterpart Modi had a bilateral meeting in Goa reassuring that Bangladesh and India will remain together for the sake of development.

At the invitation of prime minister Hasina, Modi visited Bangladesh from 6-7 June 2015 and the two countries came up with a joint declaration ‘Notun Projonmo - Nayi Disha’.

Prime minister Sheikh Hasina, during the visit, requested Modi for immediate conclusion of the interim agreement on sharing of the water of Teesta as agreed upon by both the governments in January 2011, according to the joint declaration.

Indian prime minister Modi, at that time, conveyed that deliberations are underway involving all stakeholders with regard to conclusion of the interim agreements on sharing of waters of Teesta and Feni as soon as possible.

The two prime ministers noted that discussions on various aspects relating to the sharing of waters of the Manu, Muhuri, Khowai, Gumti, Dharla and Dudhkumar rivers were taking place at technical levels under JRC and asked the concerned officials for taking expeditious action to conclude the sharing arrangements at the earliest.

During her visit here in February last year, visiting Paschimbanga chief minister Mamata Banerjee urged Bangladesh to ‘keep confidence’ in her about the signing of much-sought Teesta Water sharing deal between the two countries.

See more at - http://en.prothom-alo.com/bangladesh/news/131991/Hasina-s-Delhi-tour-postponed
 
. . .
I don't think demonetization is an issue.
It's not an issue for India - Bangladesh, but it is a big domestic issue for him.

The Lok Shaba session today was a farce - and there is an uneasy frustration and a ton of political sniping.

It's not exactly a great time to be entertaining a foreign head of state - especially with the Teesta issue hanging over everyone's head. Modi has been trying to charm Mamata Banerjee - and there were signs she may have softened her stance - yet, she too is now trying to gain maximum political gain from the demonetization uproar. The chances of her being agreeable to anything atm is ZERO.
 
Last edited:
. . .
I think it has something to do with Parikar's failure to sell junk OPV from Indian shipyard

Visit to take place in 2nd week of January.

When a visit of that level cancels which means a serious matter and will not take place in near future.
 
. .
Visit to take place in 2nd week of January.
Hope, by the time it 2nd week of January, your Mamata Bannerjy comes out with a solution for Teesta water. Do not you see a relationship between the postponment of tour and Mamata Bannerjy? Why our PM should visit another country without the hope of getting anything?
 
. .
Hope, by the time it 2nd week of January, your Mamata Bannerjy comes out with a solution for Teesta water. Do not you see a relationship between the postponment of tour and Mamata Bannerjy? Why our PM should visit another country without the hope of getting anything?

I dont think Hasina's cancel have anything to do with Mamata as Mamata did not change her stance a bit, which is known to everybody.
India wanted some sort of defense co-operation and Parikar visited to finalize the deal.
 
.
She should visit Mamata Instead, the Next Indian Prime Minister and Leader of other half of Bengali Race.
 
.
I think she's convinced that she has nothing to sell to India other than RMG manufactured in sweatshops :lol:

At least Bangladeshi politicians are not sales person unlike India. We have other people who are specialized in selling and they will visit in right course.
 
.
সংবাদ >> রাজনীতি
হঠাৎ শেখ হাসিনার ভারত সফর 'বাতিল' : দুটি গুঞ্জন!


process.php
08 Dec, 2016

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর স্থগিত হয়ে গেছে। ১৮ ডিসেম্বর তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার কথা ছিল। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের নতুন সময়সূচি দুই পক্ষ শিগগিরই জানানো হবে।


কিন্তু কূটনীতি সংশ্লিষ্টরা মনে করছেন, শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সফর স্থগিত হওয়ার মতো ঘটনা নজিরবিহীন। কোনো বড় ধরনের কারণ না থাকলে হাসিনা তার একমাত্র মদদদাতা ভারত সফরে এক মুহুর্তও দেরি করেন না। তাই হঠাৎ করে সফর শুরুর এক সপ্তাহ আগে তা বাতিল করার ঘটনা সবাইকে চমকে দিচ্ছে।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিষয়াদিতে ওয়াকিবহাল মহল মূলত এর পেছনে দুইটি কারণ আপাতত দেখতে পাচ্ছেন।

এক. তিস্তা চুক্তির অনিশ্চয়তা:

শেখ হাসিনা সম্প্রতি একটি রীতি চালু করেছেন। তিনি দেশের বাইরে কোথাও বেড়াতে গেলেও এসে একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে বেড়ানোর 'বিরাট সাফল্য' তুলে ধরে কৃতিত্ব জাহির করেন। চাটুকার সাংবাদিক মহল শুধু তার সংবাদ সম্মেলনে হাজির থাকার সুযোগ পাওয়ায় কেউ সেসব কথিত সাফল্য নিয়ে প্রশ্ন তুলে না। যাচ্ছেতাই বলে বুঝিয়ে সুঝিয়ে দিতে পারেন শেখ হাসিনা।

কিন্তু ভারত সফরে গেলে ফিরে এসে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই আলোচনার বিষয় বস্তু একটিই হয়ে দাঁড়াবে-- তিস্তা চুক্তি হলো কিনা!

ভারতের সাথে এত বন্ধুত্বের দাবিকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগ এবার সফরে তিস্তা চুক্তি করিয়ে না আনতে পারলে দিল্লীর গোলামীর থলের বিড়াল একবারে লাফ দিয়ে জনগনের সামনে পড়বে। ট্রানজিট, সমুদ্রা বন্দর, আকাশসীমা ব্যবহার মতো স্পর্শকাতর সব কিছু দিয়েও যদি হাসিনা একটা চুক্তি করাতে না পারেন তাহলে সংবাদ সম্মেলনে এসে কৃতিত্ব ফলানোর সুযোগ এবার হবে না। এ জন্য হাসিনা চাইবেন যে কোনো কিছুর বিনিময়েও যেন দিল্লীর কাছ থেকে তিস্তা বিষয়ক দুটি ইতিবাচক কথা বের করতে পারেন।

ধারণা করা যায়, দিল্লী এখনো এমন কিছুতে রাজি হয়নি। ফলে মুখ রক্ষার স্বার্থেই তিনি সফর পিছিয়েছেন।

দুই. আগামী নির্বাচন:

৫ জানুয়ারির নির্বাচনে ভারত হাসিনাকে নগ্ন হয়ে সমর্থন দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একবারে স্পষ্ট ভাষায় সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দেয়ার আহবান জানিয়েছিল। তখন ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এই বলে আশ্বস্ত করা হয় যে, এবার যা হয়েছে মেনে নিন। এরপরের নির্বাচনে আপনাদের কনসার্নকে গুরুত্ব দেয়া হবে। মার্কিনীরা সেটাই মেনে নিয়েছিল। কারণ দক্ষিণ এশিয়া চীনের বিপরীতে ভারতকে তাদের দরকার।

অন্যদিকে ভারতেরও যুক্তরাষ্ট্রকে দরকার। ফলে বাংলাদেশের আগামী নির্বাচন ৫ জানুয়ারির মতো এককভাবে ভারতের ইচ্ছামত হবে না। যুক্তরাষ্ট্রের কনসার্নগুলো এবার প্রাধান্য পাবে। আবার গত কয়েক বছরে হাসিনাকে দিয়ে ভারত তার প্রয়োজনীয় সব কিছু হাসিল করে নিয়েছে। জামায়াত নেতাদের ফাঁসি, ট্রানজিট, করিডোর , বন্দর ব্যবহার সুবিধা ইত্যাদি। ৫ জানুয়ারির নির্বাচনে এককভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে এবং টিকিয়ে রেখে ভারত আরো যে লাভটি করে রেখেছে ভবিষ্যতের জন্য তা হল, বাংলাদেশের বাকি দলগুলোকে এই কথা বুঝাতে সক্ষম হয়েছে যে, "দিল্লী চাইলে তোমাদের এককভাবে ক্ষমতায় আনতেও পারে, রাখতেও পারে।"। এই ধারণা তৈরি করতে পারার কারণেই এখন বিএনপি, এমনকি জামায়াতে ইসলামীও ভারতবিরোধীতায় অনেক সংযত হয়েছে। এমতাবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও ভারত অন্য দলগুলোকে দিয়েও তার স্বার্থ ঠিকই হাসিল করিয়ে নিতে পারবে।

'বাংলাদেশ জয়' মোটামুটি সম্পন্ন করেছে ভারত। এখন তাদের টার্গেট আরো উপরে। চীনের উত্থানের সাথে নিজেদের তাল মিলিয়ে চলতে হবে। সে জন্য দরকার আমেরিকার মতো কোনো শক্তির। আর আমেরিকাও মুখিয়ে আছে ভারতের সাথে এই অঞ্চলে কাজ করতে। ফলে বাংলাদেশ ইস্যুতে যদি আমেরিকার কোনো চাওয়া থাকে (গ্রহণযোগ্য একটি নির্বাচন ) তাহলে দিল্লী এবার একেবারে তা উড়িয়ে দেবে না।

শেখ হাসিনা ইতোমধ্যে তা বুঝতেও পেরেছেন। ফলে তিনি চীনের সাথে নজিরবিহীন সম্পর্কে জড়াচ্ছেন অতীতের সব রেকর্ড ভঙ্গ করে। দেশে যেহেতু নির্বাচনী হাওয়া ঢেউ তুলতে শুরু করেছে। বিএনপি ইসি গঠনে প্রস্তাব নিয়ে বেশ সক্রিয় হয়েছে। আস্তে আস্তে সরকারের ওপর চাপ বাড়ছে এবং আরো বাড়বে। ইউরোপিয় ইউনিয়নও ক্লিন ইমেজের ইসি গঠনে সরব হয়েছে।

এসবের ফলে ধারণা করা যায়, দিল্লী সফরে হাসিনা আগামী নিবার্চনে ৫ জানুয়ারির মতো সমর্থনের আশ্বাস চাইবেন মোদির কাছ থেকে। কিন্তু মোদি এবার আর আগের বারের উৎসাহ দেখাবেন না উপরিউক্ত কারণে। তাই অভিমানেই সফর পিছিয়েছেন হাসিনা!

আসল কারণ যাই হোক শিগগিরই তা পরিস্কার হবে বলে আশা কুটনীতি সংশ্লিষ্টদের।
 
.
I dont think Hasina's cancel have anything to do with Mamata as Mamata did not change her stance a bit, which is known to everybody.
India wanted some sort of defense co-operation and Parikar visited to finalize the deal.

Nah It is not about the defence. India was supposed to give 10B credit . I guess Is Month Main pocket khali hain to Dhar le ne ke liye agla Month main ane ko Bola :(
 
.

Latest posts

Back
Top Bottom