What's new

Buet student beaten to death in hall for anti India status, 6 Chhatra League men held

.
Well, if he really part of Tableeghi Jamaat then his supposed murderers should have convinced him with intellectual debate instead of outright killing.

No point imitating the mullahs who assassinate intellectuals for wanting intellectual freedom.



I put in my own little contribution of dissent, online and sometimes offline.
You're acting like a troll and will be treated as such.
 
.
Well, if he really part of Tableeghi Jamaat then his supposed murderers should have convinced him with intellectual debate instead of outright killing.
Woulda coulda shoulda
He was murdered.Justice should be served.Enough said.

I put in my own little contribution of dissent, online and sometimes offline.
You're derailing the thread.
 
. .
One should keep a sharp eye if they're a student in any educational institute in BD. The post didn't even bother insulting India, instead it was to do with the Feni River. These perpetrators were groomed and then installed to do a job, trained to keep an eye out on anyone who talks of India even the slightest.

Real nationalists and so called 1971'ers wouldn't do this...Bdeshis can vouch for me.
 
.
১.৪৭ এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশেে কোন সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিলো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।

২.কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চাই না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড়লাখ কিউবিক মিটার পানি দিব।

৩.কয়েকবছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তরভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব।

হয়তো এসুখের খোঁজেই কবি লিখেছেন-
"পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।"
Legitimate points, so being logical cost people their lives in this country? ****

why isn’t student politics banned already. Hasina nani can give half the country away for all I care but student politics should be banned

Video footage of Abrar murder

In respect for the dead, I would have hoped it was not broadcasted in media. Plebs

Bd is a vassal state. People of Bd need to wake up. They have been turned into the slaves of the Hindus without realising. That was the plan of Mukti Bahini. Shaikh Mujeeb ur Rehman was going to become the vice-president of India and Bd would have been merged into India but the patriotic elements in the military eliminated the bastard
Sheikh mujib got fucked exactly because of the opposite reason, because he realized India’s intentions... why do you think Hasina and her offsprings are still alive? Because she gave in unlike her father.

One should keep a sharp eye if they're a student in any educational institute in BD. The post didn't even bother insulting India, instead it was to do with the Feni River. These perpetrators were groomed and then installed to do a job, trained to keep an eye out on anyone who talks of India even the slightest.

Real nationalists and so called 1971'ers wouldn't do this...Bdeshis can vouch for me.
Hasinar tamasha desh tar vitore juddho lagaya charbo
 
.
Mods have banned him for a reason.
@war&peace vai rightfully called him false-flagger.I would have said much worse.But refrained.
Innalillahi Wa Inna Ilaihi Rajiun.
This is a tragic incident.A brilliant, patriotic student was murdered.This is a lose for our whole nation.
The blood of any Bangladeshi would be boiling after seeing this news.If Riyad was really a patriotic BDeshi, he would have been calling for justice to be served. Not pollute the thread with Indian propaganda.I have seen many Indians who are less of a India lover than him who keeps claiming to be a Muslim Bangladeshi.

This young man who was killed was a patriot.

Innalillahi Wa Inna Ilaihi Rajiun.

This actually is really pissing me off.

What a waste of a promising life.

Damn man.
 
Last edited:
.
Typical Sylheti. Religion is not important here. The killers were from BAL which is their main identification. Don't forget BAL cadres also killed Biswajit some years ago who was also a Hindu.
BD guys should kick both Hindus and Buddhists out. Save the majority of the people. Otherwise your children will be killed for much less.
 
.
Why did this guy post that comment on facebook? What an idiot!! in north korea if some one put bad comments on social media you also get killed. Bd and north korea not much of difference except north korea has very strong army and bd have dickless armed forces lol.
 
. .
Surprisingly name of Amit Saha has not been listed at the charge sheet who led the attack.


মামলার এজহার থেকে রহস্যজনকভাবে বাদ পড়লো অন্যতম অভিযুক্ত অমিত সাহা

টিবিটি
নিউজ ডেস্ক



অক্টোবর ৮, ২০১৯ | ০২:০২:পূর্বাহ্ণ | আপডেট: ০২:৩৮:পূর্বাহ্ণ
buet_abrar_amit-480x250.jpg



বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

এদিকে এই মামলা থেকে রহস্যজনক ভাবে বাদ পড়েছে এই হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক অমিত সাহা। খোঁজ নিয়ে জানা যায় সে শেরে- বাংলা হলের ২০১১ নং রুমে থাকতো যে রুমে আবরারকে ্নির্মমভাবে নির্যাতন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আবরারের একাধিক সহপাঠি অভিযোগ করে বলেন, এই হত্যাকান্ডের সাথে আমিত সাহা সরাসরি সম্পৃক্ত কিন্ত রহস্যজনকভাবে মামলার এজহার থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন্য পথ পত্রিকা ও টেলিভিশনেও তার সমপৃক্ততার খবর প্রচার করা হলেও তাকে আইনের আওতায় নেওয়া হয় নি। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এদিকে এ ঘটনায় ছাত্রলীগের গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির বুয়েট শাখা থেকে ১১ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এই লিস্টের মধ্যেও তার নাম খুঁজে পাওয়া যায় নি।

অপরদিকে মামলার এক নম্বর আসামি করা হয়েছে মেহেদী হাসান রাসেল (২৪) কে। তিনি ছাত্রলীগের বুয়েট শাখার সাধারণ সম্পাদক। তার বাবার নাম রুহুল আমিন, গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানাধীন সূর্যদিয়া রাংগারদিয়ায়। বুয়েটের শেরেবাংলা হলের ৩০১২ নম্বর রুমের শিক্ষার্থী। দুই নম্বর আসামি করা হয়েছে মুহতাসিম ফুয়াদ(২৩) কে। তিনি ছাত্রলীগ বুয়েট শাখার সহ-সভাপতি। তার বাবার নাম আবু তাহের। গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ার দৌলতপুর লাঙ্গলমোড়ায়। একই হলের ২০১০ নম্বর কক্ষের শিক্ষার্থী। মামলার তিন নম্বর আসামি করা হয়েছে অনিক সরকার (২২) কে। ছাত্রলীগ বুয়েট শাখার তথ্য ও গবেষণা সম্পাদক। তার বাবার নাম আনোয়ার হোসেন। গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর থানাধীন বড়ইকুড়িতে। একই হলের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।

এ মামলার চার নম্বর আসামি ছাত্রলীগ বুয়েট শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন (২২)। তার বাবার নাম মাকসুদ আলী। গ্রামের বাড়ি রাজশাহীর পবা থানাধীন চৌমহানীর কাপাসিয়ায়। একই হলের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। পাঁচ নম্বর আসামি- ইফতি মোশারফ সকাল (২১)। ছাত্রলীগ বুয়েট শাখার উপ সমাজসেবা সম্পাদক। বাবার নাম ফকির মোশারফ হোসেন। স্থায়ী ঠিকানা রাজবাড়ী সদরের ১ নম্বর ওয়ার্ডের ৩৯৫ নম্বর বাসা। একই হলের ২০১১ নম্বর কক্ষের ও বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচ।

মামলার ছয় নম্বর আসামি মনিরুজ্জামান মনির (২১)। ছাত্রলীগ বুয়েট শাখার সাহিত্য সম্পাদক। বাবার নাম মাহতাব আলী। গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন ভাঙ্গারীপাড়ায়। একই হলের পানি সম্পদ বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। সাত নম্বর আসামি- মেফতাহুল ইসলাম জিয়ন (২২)। ছাত্রলীগ বুয়েট শাখার ক্রীড়া সম্পাদক। বাবার নাম শহিদুল ইসলাম। গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী এলাকায়। একই হলের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। ৮ নম্বর আসামি হলো মাজেদুল ইসলাম (২১)। সাংগঠনিক পরিচয় পাওয়া যায়নি। ঠিকানাও অজ্ঞাত। শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী ও ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটার্লজিক্যাল বিভাগের ১৭তম ব্যাচ।


৯ নম্বর আসামি মোজাহিদুল ওরফে মোজাহিদুর রহমান (২১)। বুয়েট শাখা ছাত্রলীগের সদস্য। ঠিকানা অজ্ঞাত। বুয়েটের শেরেবাংলা হলের ৩০৩ নম্বর কক্ষের শিক্ষার্থী ও ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচ। ১০ নম্বর আসামি হলো- তানভীর আহম্মেদ (২১)। সাংগঠনিক পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। একই হলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। ১১ নম্বর আসামি হলো হোসেন মোহাম্মদ তোহা (২০), সাংগঠনিক পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। একই হলের ২১১ নম্বর কক্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। ১২ নম্বর আসামি হলো- জিসান (২১), সাংগঠনিক পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। একই হলের ৩০৩ নম্বর কক্ষের ছাত্র ও ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী।

এ মামলার ১৩ নম্বর আসামি হলো- আকাশ (২১), সাংগঠনিক পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। শেরেবাংলা হলের ১০০৮ নম্বর কক্ষের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। ১৪ নম্বর আসামি হলো- শামীম বিল্লাহ (২০), সাংগঠনিক পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। একই হলের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। ১৫ নম্বর আসামি হলো- শাদাত (২০), সাংগঠনিক পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। একই হলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। ১৬ নম্বর আসামি হলো এহতেশামুল রাব্বি তানিম (২০), ছাত্রলীগের বুয়েট শাখা কমিটির সদস্য। ঠিকানা অজ্ঞাত। একই হলের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। ১৭ নম্বর আসামি হলো- মোর্শেদ (২০), সাংগঠনিক পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। একই হলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। ১৮ নম্বর আসামি হলো- মোয়াজ (২০)। সাংগঠনিক পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। একই হলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। ১৯ নম্বর আসামি হলো- মুনতাসির আল জেমি (২০), ছাত্রলীগ বুয়েট শাখার সদস্য। ঠিকানা অজ্ঞাত। একই হলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।

এর আগে, এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করে বুয়েটের ৯ জন ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদ (রাব্বি)-কে রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

https://www.bangladeshtoday.net/মামলার-এজহার-থেকে-রহস্যজ/
 
.
BCL doing what it does best. They likely want lot lot more of it. The void of 3 million needs actual sustenance in karmic reality. Room after all needs to be made for the rohingyas to be merged long term inside....and all the other returnees coming with time.

BCL just needs to cross-correlate as required with BAL in the good relevant "voter-complaint" data they got in the last election cycle. Esp for those troublesome 5% seats that had the temerity to not give a 100% result for glorious shonar BAL.

As BAL kangaroo courts and hangs more real enemies down the road, they will let these allies slip out after small slap on wrist.

This young man who was killed was a patriot.

Innalillahi Wa Inna Ilaihi Rajiun.

This actually is really pissing me off.

What a waste of a promising life.

Damn man.

LOL, its just getting started. Hope you all get lot more pissed off. All the while your govt says its enjoying its role as wife to a good hubby.

This is the final reality of what you were, what you are and what you always will be.
 
. .
I have always said lots of deshi hindus are just indian trojan horse...

Look at this little snippet. The bastards are getting bolder by the day. Final solution needed...these idiots are digging their own grave.

Seeking anonymity, a Chhatra League leader claimed Anick Sarker, information and research affairs secretary of BUET Chhatra League, also a fourth year student of mechanical engineering; and Amit Shaha, deputy law affairs secretary of the same unit, led the attack.

Amit is a Hindu scum and the main plotter of the murder.

A life full of hopes and dreams snuffed out just for having some relatively innocuous opinions and Facebook posts about India (which is shared by the majority people in Bangladesh).

Are they going to murder everyone in Bangladesh now for having unfriendly-to-India opinions? When will Bangladeshis grow some balls and get something done??

Where is Hindu-friendly Sheikh Hasina now? Cat got your tongue?

Are you kidding me??? As i mentioned in another post, it is the PDF where Indian gets credit for lot of things which even we do not know if it is our due...

Stop BS'ing.

Show me an example where Muslims murder Hindus and get away with it in Hindu-majority India.
 
.
BCL doing what it does best. They likely want lot lot more of it. The void of 3 million needs actual sustenance in karmic reality. Room after all needs to be made for the rohingyas to be merged long term inside....and all the other returnees coming with time.

BCL just needs to cross-correlate as required with BAL in the good relevant "voter-complaint" data they got in the last election cycle. Esp for those troublesome 5% seats that had the temerity to not give a 100% result for glorious shonar BAL.

As BAL kangaroo courts and hangs more real enemies down the road, they will let these allies slip out after small slap on wrist.



LOL, its just getting started. Hope you all get lot more pissed off. All the while your govt says its enjoying its role as wife to a good hubby.

This is the final reality of what you were, what you are and what you always will be.

Keep posting my friend.

And show the world what an absolute POS you are.
 
.

Pakistan Defence Latest Posts

Back
Top Bottom