BSF abducted 4 more BDs including one women from the Rashahi's Godagari border. According to locals ,they were abducted on Thursday noon while working on their fields. The local UP chairman Golam Mustafa confirmed the validity of the incident. Incidentally BSF breached the border of 523 pillar and started beating the people working on the fields while 2 of them managed to escape others were taken away. The ones abducted are- Dildar Hussain (20), Babu (22) and Sharif (30). The name of the women is yet to be known but locals say she is from manikchok village. The 2 people who were beaten were Kalu (32) and kamrul Islam (30).
Naya Diganta :: রাজশাহী সীমান্ত থেকে চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
রাজশাহী সীমান্ত থেকে চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে মহিলাসহ চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ সীমান্তের বিপরীতে ভারতের চর লবণগোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, চর আষাড়িয়াদহ গ্রামের ছয় কৃষক ৫২৩ নম্বর সীমান্ত পিলার এলাকায় কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের চর লবণগোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশী ভূখণ্ডে প্রবেশ করে তাদের লাঠিপেটা করে। এ সময় দু’জন আহত হয়ে পালিয়ে এলেও এক মহিলাসহ চারজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির সাহেবনগর সীমান্ত ফাঁড়িকে বিষয়টি অবহিত করা হয়।
বিএসএফের হাতে আটককৃতরা হলেনÑ গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া গ্রামের ইদিল হোসেনের ছেলে দিলদার হোসেন (২০), আব্দুল জলিলের ছেলে বাবু (২২) ও আব্দুল মালেকের ছেলে শরিফ (৩০)। আটককৃত মহিলার নাম জানা যায়নি। তার বাড়ি মানিকচক গ্রামে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অন্য দিকে, বিএসএফের লাঠিপেটায় আহত অবস্থায় পালিয়ে আসা কৃষকেরা হলেনÑ চর কানাপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে কালু (৩২) ও কামরুল ইসলাম (৩০)। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দিকে বিএসএফের হাতে আটককৃতদের স্বজন জানান, গতকাল সকালে আটককৃতদের ভারতের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানায় সোপর্দ করেছে বিএসএফ।
এ ব্যাপারে যোগাযাগ করা হলে রাজশাহী-৩৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ার-উল আলম জানান, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই’।
------------------------------------------------------------------------
The Daily Janakantha
রাজশাহী সীমান্তে থেকে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
রাজশাহী সীমান্তে থেকে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে নারীসহ চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার আষাড়িয়াদহ সীমান্ত থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে গেলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা জানান, চর আষাড়িয়াদহ গ্রামের ছয়জন সীমান্ত এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার লবণগোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশী ভূখ-ে প্রবেশ করে তাদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় দু’জন পালিয়ে এলেও এক নারীসহ চারজনকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বিএসএফের হাতে আটকরা হলেন উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া গ্রামের ইদিল হোসেনের ছেলে দিলদার হোসেন (২০), আব্দুল জলিলের ছেলে বাবু (২২) ও আব্দুল মালেকের ছেলে শরিফ (৩০)। তবে ওই নারীর নাম জানা যায়নি। তার বাড়ি মানিকচক গ্রামে বলে স্থানীয়রা জানান।
আটককৃতদের আত্মীয়স্বজনরা জানান, চারজনকে লবণগোলা ক্যাম্পে রেখে অমানবিকভাবে নির্যাতন চালায় বিএসএফ। শুক্রবার বিকেলে আটককৃতদের মুর্শিদাবাদের ভগবানগোলা থানায় সোপর্দ করেছে বিএসএফ সদস্যরা।
এলাকাবাসী জানায়, ৫২৩ সীমান্ত পিলারের কাছে বাংলাদেশ ভূখণ্ডে কৃষি জমিতে ছয়জন কাজ করার সময় বিএসএফের টহল দল বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে তাদের লাঠিপেটা করে। আহত অবস্থায় পালিয়ে আসা চর কানাপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে কালু (৩২) ও কামরুল (৩০) স্থানীয় স্বাস্থ্য কমপেক্সে ভর্তি রয়েছেন।
Naya Diganta :: রাজশাহী সীমান্ত থেকে চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
রাজশাহী সীমান্ত থেকে চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে মহিলাসহ চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ সীমান্তের বিপরীতে ভারতের চর লবণগোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, চর আষাড়িয়াদহ গ্রামের ছয় কৃষক ৫২৩ নম্বর সীমান্ত পিলার এলাকায় কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের চর লবণগোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশী ভূখণ্ডে প্রবেশ করে তাদের লাঠিপেটা করে। এ সময় দু’জন আহত হয়ে পালিয়ে এলেও এক মহিলাসহ চারজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির সাহেবনগর সীমান্ত ফাঁড়িকে বিষয়টি অবহিত করা হয়।
বিএসএফের হাতে আটককৃতরা হলেনÑ গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া গ্রামের ইদিল হোসেনের ছেলে দিলদার হোসেন (২০), আব্দুল জলিলের ছেলে বাবু (২২) ও আব্দুল মালেকের ছেলে শরিফ (৩০)। আটককৃত মহিলার নাম জানা যায়নি। তার বাড়ি মানিকচক গ্রামে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অন্য দিকে, বিএসএফের লাঠিপেটায় আহত অবস্থায় পালিয়ে আসা কৃষকেরা হলেনÑ চর কানাপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে কালু (৩২) ও কামরুল ইসলাম (৩০)। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দিকে বিএসএফের হাতে আটককৃতদের স্বজন জানান, গতকাল সকালে আটককৃতদের ভারতের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানায় সোপর্দ করেছে বিএসএফ।
এ ব্যাপারে যোগাযাগ করা হলে রাজশাহী-৩৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ার-উল আলম জানান, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই’।
------------------------------------------------------------------------
The Daily Janakantha
রাজশাহী সীমান্তে থেকে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
রাজশাহী সীমান্তে থেকে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে নারীসহ চার বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার আষাড়িয়াদহ সীমান্ত থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে গেলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা জানান, চর আষাড়িয়াদহ গ্রামের ছয়জন সীমান্ত এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার লবণগোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশী ভূখ-ে প্রবেশ করে তাদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় দু’জন পালিয়ে এলেও এক নারীসহ চারজনকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বিএসএফের হাতে আটকরা হলেন উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া গ্রামের ইদিল হোসেনের ছেলে দিলদার হোসেন (২০), আব্দুল জলিলের ছেলে বাবু (২২) ও আব্দুল মালেকের ছেলে শরিফ (৩০)। তবে ওই নারীর নাম জানা যায়নি। তার বাড়ি মানিকচক গ্রামে বলে স্থানীয়রা জানান।
আটককৃতদের আত্মীয়স্বজনরা জানান, চারজনকে লবণগোলা ক্যাম্পে রেখে অমানবিকভাবে নির্যাতন চালায় বিএসএফ। শুক্রবার বিকেলে আটককৃতদের মুর্শিদাবাদের ভগবানগোলা থানায় সোপর্দ করেছে বিএসএফ সদস্যরা।
এলাকাবাসী জানায়, ৫২৩ সীমান্ত পিলারের কাছে বাংলাদেশ ভূখণ্ডে কৃষি জমিতে ছয়জন কাজ করার সময় বিএসএফের টহল দল বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে তাদের লাঠিপেটা করে। আহত অবস্থায় পালিয়ে আসা চর কানাপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে কালু (৩২) ও কামরুল (৩০) স্থানীয় স্বাস্থ্য কমপেক্সে ভর্তি রয়েছেন।