What's new

BNP Warming Up to Modi

asad71

PROFESSIONAL
Joined
May 24, 2011
Messages
6,863
Reaction score
4
Country
Bangladesh
Location
Canada
নরেন্দ্র মোদি কানেকশন তারেক রহমানের

20 May, 2014


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিজেপির সম্পর্ক দেড় দশক ধরে। সর্বশেষ এক বছর ধরে লন্ডনে বসেই তিনি গভীর সম্পর্ক বজায় রেখেছেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। লন্ডনপ্রবাসী মোদি সমর্থক ভারতের বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। এ সম্পর্কের রেশ ধরেই গত বছরের শেষের দিকে বিজেপির এক বিশেষ বৈঠকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পেয়ে বিএনপি একজন প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সলাপরামর্শ করে তারেক রহমান লন্ডন থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য একজন অধ্যাপককে ভারত সফরে পাঠানোর উদ্যোগ নেন।


জানা গেছে, বিজেপির আমন্ত্রণপত্র নিয়ে যথারীতি ওই অধ্যাপক লন্ডনে ভারতীয় হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেন। কোনো ওজর-আপত্তি না করে এক সপ্তাহ পরে ভিসা সংগ্রহ করার কথা জানায় ভারতীয় হাইকমিশন। যথাসময়ে বিএনপির ওই প্রতিনিধি ভিসা আনতে যান। কয়েক মিনিট বসিয়ে রেখে ভিসা কর্মকর্তা জানান, তার ভিসা বাতিল করা হয়েছে। বিষয়টি তৎক্ষণাৎ তারেক রহমানকে জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গেই বিজেপির লন্ডন অফিসকে জানান। এ ঘটনায় লন্ডনের বিজেপি নেতারা বিস্মিত ও ক্ষুব্ধ হন। লন্ডন অফিস থেকে ঘটনাটি দ্রুত দলের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানানো হয়। তিনিও বিষয়টি শুনে হতবাক ও বিস্ময় প্রকাশ করেন। ভারতীয় হাইকমিশনের ভদ্রতা নিয়েও প্রশ্ন তোলেন মোদি। তিনি বলেন, কোন শিষ্টাচার? দাওয়াত করলাম আমরা। দায়িত্ব তো আমাদের। কোন যুক্তিতে ভিসা বাতিল করল ভারতীয় হাইকমিশন। তারা তো আমাদের মতামত নিতে পারত।


জানা গেছে, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে ভারতের অটল বিহার বাজপেয়ি সরকার সর্বপ্রথম বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানান। ওই সময় তারেক রহমান তার বন্ধুদের নিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন। এর পর থেকে কোনো না কোনোভাবে তারেক রহমান বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সাত বছর ধরে লন্ডনে অবস্থান নিয়ে বিজেপির লন্ডন অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিএনপির দ্বিতীয় শীর্ষ এই নেতা। সূত্র জানায়, সদ্যসমাপ্ত নির্বাচনে লন্ডন থেকে বেশকিছু করপোরেট ব্যবসায়ী বিজেপির ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অর্থনৈতিকভাবে সহায়তা করেন। এদের সঙ্গেও তারেক রহমানের যোগাযোগ রয়েছে। তাদের মাধ্যমেই বিজেপির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন বিএনপির সিনিয়র এই ভাইস চেয়ারম্যান। বিজেপির নতুন সরকারের সঙ্গে দলের সম্পর্ক আরও জোরাল করতে বেশকিছু পরিকল্পনা নিয়েছেন তিনি। তারেক রহমানের ঘনিষ্ঠ, লন্ডনপ্রবাসী বিএনপির এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিজেপির সঙ্গে বিএনপির সম্পর্ক অনেক আগে থেকেই ভালো। এ জন্য তারেক রহমানেরও অনেক অবদান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।



উৎসঃ বাংলাদেশ প্রতিদিন
http://www.onbanglad...detail/41/77688

In short, the report states that BNP has been maintain contact with BJP/Modi through its London office/Tariq Rahman. BJP's London office and London based financiers of Modi/BJP are maintaining this link.
 
Good to know, family connection based politics is predominant in India and Bangladesh. Whoever's in power doesn't mean a thing for people like us,unless whoever's in power in BD/or India brings home good money/deal businesses for my country.
These are political agenda/game,so good luck to BNP ,if they do make it back in the power play again,this bjp connection may come in handy for future water/power treaty.
 
Back
Top Bottom