What's new

Bangladesh stock market fall: Clashes hit Dhaka

Status
Not open for further replies.
Don't know if the situation was orchestrated beforehand but the government does have quite a bit of responsibility on the mater. The sec suddenly enforced a law that banks investing on the market should show a reserve of 6.5% from 5% before. So they had to sell this 1.5% which is in huge sums. Now that everyone starts selling the market crashes n burns.
Theres also another MLM company from Malaysia where everyone started investing suddenly(withdrawing money from the stock market),fortunately their transactions are restricted from today.

The government is acting quite irresponsibly on the matter which isn't good.
 
Wats the big issue,Stock rise and come down..
Why protest for this..
I'm sure it will rise again..
Just for this why use violence
 
Btw, I also suspect that current situation is inside job to facilitate a group of people. May be many people will recover their loss after a certain time, but in the mean time a group of people will be benefited.

I think there is a foreign hand involved here. Its a conspiracy by CIA + RAW + MOSSAD, to tank the markets so that BD can't buy submarines and park them in sundarbans :coffee:

Don't believe me? Just ask any Pakistani on this forum, they are always on the lookout for the ever so powerful but oh! so reclusive Brahman foreign hand
 
Last edited:
did anyone hear from sami totay? I guess he is still trying to find some 30 years from now Bangladesh stock market projection.
 
Stock market crashed due to Bangladesh bank enforcement of following three measures:

1) Severely squeezed money supply
2) Hiked bank deposit requirements
3) Reduced Bank investment ceiling into capital market

All these policy enforcement came into effect almost at same time within last month of the year. So net effect on the market was – yes there was increased margin BUT there was no money available to lend because of Bangladesh bank directive. Talking about watering the plant after cutting roots.

Bangladesh Bank expressed interest was to make QUICK correction but in real result they have crashed the market. No experience banker or financial policy maker in the world in their right mind would embark on such hostile contractionary move unless either they don’t know what they are doing or they have a market crash in their mind.

According to some estimates more than 64 thousand cr taka value has been lost. All beacuse of Bangladesh bank hostile policy. And here is the most interesting bit of information - since Awami regime came to power these Bangladesh Bank policy making posts had been filled by certain religious community. One can easily guess which community they are from.

If Awami regime really interested to find who are behind this destruction and why they tried to create trouble for the regime existence, time to act is now before these officials try to cross the border.
 
The cause of this fall
*first of all banks take back their money which were invested un lawfully under pressure from bangladesh bank
*On December 15, the Bangladesh Bank had raised the cash reserve requirement (CRR) by 50 basis points, tightening money supply in a bid to rein in soaring inflation.Analysts, protesters and the SEC say this is what triggered the collapse as some banks, which had invested heavily in the market, tried to offload their shares quickly in an attempt to meet the new requirements.
*the institutional investors too start selling their part of share
*When the institutional investors start selling the small investors became worried and start selling which cause again a down turn
*the market was overheated and needed correction.
 
Market finally crumbles
ANM Hamidullah
image_94_19027.jpg

The rot started many months ago, the market finally crumbled Sunday. Between Sunday and Monday, the Bangladesh stock market lost more than 15%. For a small economy such as Bangladesh, a loss of wealth of almost US$ 7.5 billion, even on paper, is remarkable. Given the fact that many small investors flocked into the market lured by easy profit, the ripple effects would be wide-spread.

In 2010 alone, the market appeciated by 100%. In the three years (2007-2010), the average return was over 50%. The market appreciated so fast lately that the inactivity during the first part of the decade was overshadowed by the performance of the last three years, resulting in an average annual return of over 30% during this decade. Despite the current corrections, the magnitude of the return is still stupendous. In other words, nothing to feel sorry about the last two days' loss. After all in a market-based Lassiez Faire economy, nobody has the right to determine how others invest on their free own will.

However, last two years has brought in clueless investors in the market. These are investors with limited capital, limited knowledge and limited risk-taking capacity. Most diverted their funds from essential or productive activities. Most left their day jobs to ponder in the market. In other words, these people had no business partaking in this risky game. We shall keep hearing about the plight of the retired government officials, days together in the future.

In other places, this writer has tried to explain how the speculative bubble started in the first place. It was a confluence of factors, including lack of investment opportunities in the real sector, excessive supply of money and proliferation of trading facilities. Finally, banks' reckless participation in the market exacerbated the situation. What is pathetic is the role or lack thereof of the central bank. In keeping exchange rates fixed and favourable to exporters, it increased money supply without any care for inflation or asset price bubbles. What is more irresponsible is to let banks leave their traditional business and frolic freely in the stock market. Only in the last six months did the central bank notice that something was amiss. Only in the last three months did it actively enforce the rules limiting stock market participation by banks. The last central bank governor was too timid to enforce these rules against the veiled threat by the key functionaries or players in the market, the current one proved too populist to do the same timely. Would anyone care to comment why margin lending is regulated by the Securities and Exchange Commission (SEC) and not by the central bank?

We think the point is not missed by the current government that the stock market crash of 1996 was considered one of the failures of the then government, which precipitated its fall. We would expect them, rightly, to look for the sources of this crash. We would ask them to look at the right places, and not target phantoms such as "speculators" or "rumor mongers". Rather look for the SEC officials that changed rules (especially on margin rules) every few minutes either not knowing what to do or knowing too well how inside information works. Also, it is worth knowing what SEC officials, in connivance with the culprits of the last crash, were involved in overpricing initial public offerings (IPOs), especially mutual funds. Also why and who randomly changed rules regarding mutual funds trading to protect their own investments but misguided the rest of the market. It is easy to find out, with available trade records of the DSE, who bought in one name and sold in another name, thus manipulating the price of certain stocks. Look for names that were or are already discussed is the market, and determine what factors contributed their meteoric rise (5000%), despite those being crappy businesses.

In order to achieve double digit growth, we needed to raise our savings/investment rates by at least 10% of the gross domestic product (GDP), from 25% to 35%. Capital markets could be a very good source for that. It appears as in everything else, we killed the golden goose.

(The writer is a retired banker. He can be reached at e-mail: hamidullah1972@hotmail.com)
 
Bangladesh stocks rebound after investor unrest

By Cat Barton (AFP) – 15 hours ago

DHAKA — Bangladesh's volatile stock market rose more than 15 percent on Tuesday, rebounding a day after a plunge triggered violent clashes between angry investors and police.
The benchmark Dhaka Stock Exchange general index (DGEN) gained 1,012.65 points, or 15.58 percent, to close at 7,512 but analysts said the market could still face trouble as the bounce was led by government intervention.
The market slumped 7.76 percent on Sunday while trading on Monday was suspended when the index dived a record 8.9 percent within an hour.
"This is a government-led rebound driven by market-boosting measures from the Securities and Exchanges Commission (SEC) and the central bank that have increased liquidity," Mahmud Osman, professor of finance at Dhaka University, told AFP.
"It is not good for the market and the question is how much of these gains will be retained," he said.
On Monday riot police used tear gas to disperse investors protesting outside the stock exchange, where outraged crowds set alight tyres and office furniture and chanted slogans against the government and regulators.
Many analysts say the recent plunges were caused in part by the central Bangladesh Bank raising the cash reserve requirement (CRR) last month by 50 basis points in a bid to tighten money supply and rein in inflation.
The bank, which is directly controlled by the government, softened its stance late Monday and urged state-owned and private lenders to buy shares to offset the crisis, Bangladesh Bank spokesman M. Asaduzzaman said.
It also relaxed rules on dealers taking out special loans to invest in the stock market.
At the same time the SEC moved to boost loan facilities for retail and institutional investors.
Mohammad Masum Bepery, whose shares lost 1.2 million taka ($150,000) of their value over the two days, said the market swings had destroyed investor confidence.
"The authorities are behind this rally. They have artificially boosted share prices to save their skins," he said.
On Tuesday officers with water cannon were stationed outside the exchange in case of further unrest.
The DGEN index climbed 80 percent in 2010 -- attracting millions of new investors -- but has suffered a series of falls in the past three weeks, sparking protests and occasional clashes with riot police.
"I have lost half my investment. In two days, I lost 1.5 million taka out of the three million I invested," one investor, Alam, who uses only one name, told AFP.
"It is completely insane. I am going to wait and see what happens before I decide to sell my shares."
The DSE is one of the region's smallest bourses -- capitalisation hit $50 billion in early December, compared with the Bombay Stock Exchange's $1.3 trillion -- and is vulnerable to manipulation, experts say.

AFP: Bangladesh stocks rebound after investor unrest
 
Don't know if the situation was orchestrated beforehand but the government does have quite a bit of responsibility on the mater. The sec suddenly enforced a law that banks investing on the market should show a reserve of 6.5% from 5% before. So they had to sell this 1.5% which is in huge sums. Now that everyone starts selling the market crashes n burns.
Theres also another MLM company from Malaysia where everyone started investing suddenly(withdrawing money from the stock market),fortunately their transactions are restricted from today.

The government is acting quite irresponsibly on the matter which isn't good.
BD has very less experience in these matters. Also the economy grows, market complexities involved will increase. The regulators will learn as time passes.
 
Very bad asking people to buy shares. Awami government should not try populism here, government banks are the ones to loose by such artificial demand.
 
Stocks on abnormal rebound
2011-01-12__f01.jpg

Sarwar A Chowdhury

Reversing the trend of the last few days, Dhaka stockmarket yesterday clocked a record 15 percent gain.

The general index of Dhaka Stock Exchange (DSE) stood at 7,512 points at the close of the day's trading, recouping 1,012 of 1,235 points it lost on the previous two days.

On Monday, the country's premier bourse suffered the steepest plunge in its 55-year history, prompting the regulator to suspend trading less than an hour after the start of transactions.

Of the 243 issues traded yesterday, 195 hit the upper band in their prices and touched the circuit breaker, which does not allow price of a stock to go up or down by a certain limit for the day.

The sprint left 80 percent of the traded securities without sellers for hours.

Experts see the turnaround as a result of "life support" given by the government and the regulators after the stock index slumped by 660 points on Monday.

In an effort to bring back confidence in the investors, Bangladesh Bank and Securities and Exchange Commission (SEC) that day relaxed or reversed some of their decisions.

In addition, the SEC yesterday withdrew the restrictions on mutual funds' exposure to the stockmarket. The mutual funds can now buy a single company's stock or invest in a particular sector without limits.

Previously, they could not buy over 10 percent of a single company's stock or own over 25 percent of a particular sector.

Institutional investors, particularly the commercial banks, are believed to have put buy-pressure on the market, BRAC-EPL, an investment firm, said in its routine analysis.

Retail investors soon followed suit though there were not enough sellers. The unusually high buy-pressure pushed the index extremely higher early in the morning and kept it at that level for most of the day, it added.

Due to the stalemate in the buy-sell, the single turnover was very low -- only Tk 977 crore.

Experts, however, have doubts over sustainability of the market.

"It seems the market has bounced back with an artificial life support, and the rise is not sustainable," said Mirza Azizul Islam, former finance adviser to caretaker government and former SEC chairman.

Salahuddin Ahmed Khan, professor of finance at Dhaka University, said such jump in the index is undesirable.

"It shows the investors are still not mindful of the market and the reality," said Salahuddin, who had also served as DSE's chief executive officer for five years.

An asset manager, who did not want to be named, said the regulators are injecting life elixir into the market to calm the nervous investors who had gone into a panic sale.

But that does not mean the market should go through the roof on a single day, he added. “Both abnormal rise and fall are not good for the market."

Other insiders, however, said the leap was expected following the regulatory steps. "Obviously, the investors will want the prices of the shares they hold to go to the level at which they bought those," said one.

"Why will they sell the shares before that?" he asked.

Meanwhile, investors demonstrated outside different merchant banks and offices of institutional stockbrokers, as they could not get credit for share purchase at 1:2 ratio determined by the regulator.

Trading at Al-Arafah Islami Bank and IDLC Securities remained suspended for some time because of the agitation. Mercantile Bank and Prime Bank too saw demonstrations.

The houses told the aggrieved investors that they did not have the capacity to provide loan at 1:2 ratio.

Later, many banks and institutional stockbrokers agreed to give loan at a higher ratio though not at 1:2.
 
শেয়ারবাজার অস্থির : দুদিনে সূচক কমেছে সাড়ে ১২শ’ পয়েন্ট : গতকাল একদিনে বেড়েছে এক হাজার[/B]
অর্থনৈতিক রিপোর্টার
ভয়াবহ বিপর্যয়ের পর সূচকের 37;স্বাভাবিক উত্থানের মধ্য দিয়ে গতকাল শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল একদিনেই বেড়েছে ১ হাজার ১২ পয়েন্ট। শতাংশ হিসাবে সূচক বৃদ্ধির এ হার ১৫ দশমিক ৫৮ ভাগ। ডিএসইর ইতিহাসে সূচক বৃদ্ধিতে এটি নতুন রেকর্ড। এর আগে ২০০৯ সালের ১৬ নভেম্বর ডিএসইতে সর্বোচ্চ ৭৬৫ পয়েন্ট সূচক বেড়েছিল। মূলত মূলধনের দিক থেকে একক বৃহত্ কোম্পানি গ্রামীণফোনের তালিকাভুক্তির কারণে ওইদিন সূচকের বড় ধরনের উত্থান ঘটেছিল। একমাত্র গ্রামীণফোনের শেয়ারের কারণেই ডিএসই সাধারণ সূচক বেড়েছিল ৭১৭ পয়েন্ট।
গতকাল কোম্পানিগুলোর অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে সূচকের অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে। গতকাল লেনদেনে অংশ নেয়া ২৪৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দাম কমেছে মাত্র ৫টির আর বাকি ২৪৩টিরই দর বেড়েছে। দর বৃদ্ধি পাওয়া এসব কোম্পানির প্রায় সবক’টিই তাদের মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমা (সার্কিট ব্রেকার) স্পর্শ করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, প্রায় ৯৫ শতাংশ কোম্পানির দরই সার্কিট ব্রেকারে স্পর্শ করে। কিন্তু সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর হাঁকিয়েও ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। ফলে স্বয়ংক্রিয়ভাবে এসব কোম্পানির লেনদেন বন্ধ হয়ে যায়। অথচ গত কয়েক দিন ধরেই বাজারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। এর ফলে শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটেছিল। কিন্তু গতকাল ছিল একেবারেই ভিন্নচিত্র।
কয়েকজন সাধারণ বিনিয়োগকারী অভিযোগ করেছেন, অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে আমরা শেয়ার কিনতে পারছি না। আমরা এখন দর্শক হিসেবে দেখছি বাজারে কি ঘটছে। বাজারে যেভাবে অস্বাভাবিক দরবৃদ্ধি ঘটছে তাতে আমরা আতঙ্কিত। বাজারে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা অস্বাভাবিক পতনও চাই না, উত্থানও চাই না। আমরা চাই স্থিতিশীল বাজার। বাজার স্থিতিশীল হবে কিনা তা নিয়ে আমরা বড় সংশয়ে আছি।
এদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মার্জিন লোনের সীমা ১:১.৫ থেকে ১:২ হারে বাড়ালেও মার্চেন্ট ব্যাংকগুলো গ্রহকদের সে হারে ঋণ সুবিধা দেয়নি। এ নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে মার্চেন্ট ব্যাংক কর্মকর্তাদের বাদানুবাদের ঘটনা ঘটে। এমনকি কয়েকটি মার্চেন্ট ব্যাংকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ভাংচুর চালায়। এর ফলে দু’টি মার্চেন্ট ব্যাংকের ব্রোকারেজ হাউস;ের লেনদেন বন্ধ করতে বাধ্য হন সংশ্লিষ্টরা। লেনদেন বন্ধ হয়ে যাওয়া ব্রোকারেজ হাউস দুটি হলো—আইডিএলসি সিকিউরিটিজ এবং আল আরাফা ইসলামী ব্যাংক ব্রোকারেজ হাউস। এছাড়া নতুন হারে ঋণ না দেয়ায় বিক্ষোভ হয়েছে আইসিবি, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসসহ বেশ ক’টি ব্রোকারেজ হাউসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর আগেই গ্রাহকরা এসইসির নির্ধারিত সীমা অনুযায়ী ঋণ দিতে ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোতে চাপ প্রয়োগ করে। কিন্তু তারল্য সঙ্কটের দোহাই দিয়ে ১:২ হারে ঋণ দিতে অস্বীকার করে প্রতিষ্ঠানগুলো। এতে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে উঠলে আইডিএলসি সিকিউরিটিজ এবং আল আরাফা ইসলামী ব্যাংক ব্রোকারেজ হাউসের লেনদেন দুপুর ১২টায় বন্ধ হয়ে যায়। এছাড়া আইসিবি সিকিউরিটিজ ও ক্যাপিটাল ডিভিশনে এসইসির নির্ধারিত সীমা অনুযায়ী ঋণ না পেয়ে প্রতিষ্ঠানটির সিইও আবদুর রউফকে ঘেরাও করে রাখে বিনিয়োগকারীরা।
জানা গেছে, এসইসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রতিষ্ঠানই নির্ধারিত সীমায় ঋণ প্রদান করতে পারেনি। তারা গ্রাহকদের সর্বোচ্চ ১:০.৭৫ হারে ঋণ প্রদান করছে। কিন্তু বিনিয়োগকারীরা এটা মানতে চাইছে না। এ বিষয়ে আল-আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক জানান, তারল্য সঙ্কটের কারণে আমরা ১:২ হারে ঋণ দিতে পারছি না। তিনি বলেন, ৩ মাস আগে আমরা এসইসির নির্ধারিত সীমায় গ্রাহকদের ঋণ দিয়েছি। সে সময় পুঁজিবাজারে আমাদের ৭০০ কোটি টাকা বিনিয়োগ ছিল। কিন্তু গত ১৪ নভেম্বর যখন মার্জিন ঋণ কমিয়ে ১:০.৫ করা হলো তখন ঋণ সমন্বয়ের কারণে বাজার থেকে আমাদের ৪১৯ কোটি টাকার ঋণ ফেরত নিতে হয়েছে। পরবর্তীতে আমরা সে টাকা বিভিন্ন মেয়াদে অন্যখাতে বিনিয়োগ করেছি। তিনি আরও বলেন, তারল্য সঙ্কট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোর মাধ্যমে যে অর্থ যোগান দেয়া হচ্ছে ইসলামী ব্যাংক হওয়ায় আল আরাফা সে অর্থ নিতে পারছে না। তাই আপাতত এ ব্যাংকের তারল্য সমস্যা মেটার সম্ভাবনা নেই।
এদিকে বেশ ক’জন বিনিয়োগকারী অভিযোগ করেছেন, মার্চেন্ট ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ না দিয়ে তারা নিজেরাই বিনিয়োগ করছেন। অপরদিকে বড় বড় গ্রাহকদের ঋণ সুবিধা দেয়া হলেও ক্ষুদ্র গ্রাহকদের সে সুবিধা দেয়া হচ্ছে না। এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি শেখ মুর্তজা আহমেদ বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো ১:২ হারে ঋণ সুবিধা দিতে বাধ্য নয়। মার্চেন্ট ব্যাংকগুলো পেশাদারিত্ব বজায় রেখে বাজার স্থিতিশীল করার জন্য যে পরিমাণ ঋণ দেয়ার প্রয়োজন সে অনুযায়ী ঋণ দেবে। তিনি আরও বলেন, বড় মার্চেন্ট ব্যাংকগুলোর ১:১ হারে ঋণ দিতে হলে অনেক টাকা মূলধনের প্রয়োজন। এছাড়া আজ (গতকাল) যেভাবে মার্কেটে দর বেড়ে গেছে এ অবস্থায় ১:২ হারে ঋণ দিলে পরিস্থিতি আরও খারাপ হতো। বড় বিনিয়োগকারীদের ঋণ দেয়ার বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। সুতরাং এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
এদিকে আগের দু’দিনে ভয়াবহ ÷0;রপতনের পর বিনিয়োগকারীদের বিক্ষোভে উত্তাল হয়ে পড়া শেয়ারবাজার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এসইসি এবং বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়ায় গতকাল বাজার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। দিনের লেনদেন শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় ডিএসই সাধারণ সূচক আগের দিনের তুলনায় ৭০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। সময় বাড়ার সঙ্গে অনেকটা পাল্লা দিয়ে বাড়ে সূচক। প্রায় সবকটি কোম্পানির শেয়ারের মূল্য সার্কিট ব্রেকার স্পর্শ করায় সূচকের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। বেলা ১টার দিকে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১ হাজার ১২ পয়েন্ট। মূলত এ সময় লেনদেনে অচলাবস্থা সৃষ্টি হয়। ক্রেতা থাকলেও বিক্রেতার অভাবে লেনদেনে এ অচলাবস্থা সৃষ্টি হয়। তাই বাজারের লেনদেন খুব একটা বাড়েনি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭৭ কোটি ১৪ লাখ টাকা। অধিকাংশ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির কারণে গতকাল একদিনেই ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩৮ হাজার কোটি টাকা। এ ধরনের ঘটনাকে একেবারে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন ছাইফুল ইসলাম নামের এক বিনিয়োগকারী। তিনি বলেন, বাজারে যে ঘটনা ঘটছে তাতে আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। বাজারে কী হবে আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা এ ধরনের ঘটনার অবসান চাই।
ওদিকে শেয়ার কেনায় বিনিয়োগকারীদের প্রচণ্ড আগ্রহের সমালোচনা করেছেন বাজার বিশেষজ্ঞরা। তাদের অভিমত, গত ক’দিন শেয়ারের দর ব্যাপকহারে কমলেও বিনিয়োগকারীরা শেয়ার কেনা থেকে বিরত থেকেছে। অথচ বাজারের ধারাবাহিক ধস ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক গৃহীত কয়েকটি পদক্ষেপের কারণে বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে পড়েছেন শেয়ার ক্রয়ে। মূল্য সংশোধনের সময় একযোগে সব বিনিয়োগকারী শেয়ার বিক্রি, আবার দরবৃদ্ধির সময়ও একসঙ্গে শেয়ার কেনার প্রতিযোগিতার কারণে বাজারে একদিনেই ভয়াবহ ধস নামে আবার একদিনের ব্যবধানে নজিরবিহীন ঊর্ধ্বগতি হয়, যা বাজারের জন্য উদ্বেগের বিষয়। বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, গত ক’দিন বাজারে যেভাবে দর সংশোধন হয়েছে সেটি যেমন কাঙ্ক্ষিত ছিল না আবার আজ (গতকাল) যেভাবে দরবৃদ্ধি হয়েছে তাও কাঙ্ক্ষিত নয়। বিনিয়োগকারীদের আরও সতর্ক হতে হবে। বিনিয়োগকারীদের অতিমূল্যায়িত শেয়ার থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বাজারে সরকারি শেয়ার নিয়ে আসতে হবে, যৌক্তিক মূল্যে আইপিও নিয়ে আসতে হবে, যাতে অতিমূল্যায়িত বাজার থেকে বিনিয়োগকারীরা বের হয়ে আসতে পারেন। আর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়, বাংলাদশ ব্যাংক ও এসইসির মধ্যে সমন্বয় দরকার।
ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, পুঁজিবাজারে বিশেষ করে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীদের ন্যূনতম ধারণা থাকা আবশ্যক। কিন্তু আমাদের বিনিয়োগকারীরা যথাযথ ধারণা না নিয়েই পুঁজিবাজারে ব্যবসা করছেন। এর ফলে তাদের বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হুজুগের কারণেও পুঁজিবাজারের অনেক ক্ষতি হচ্ছে। বাজার ধসের সময় আতঙ্কিত হয়ে একসঙ্গে সব বিনিয়োগকারীর শেয়ার বিক্রি এবং ঊর্ধ্বগতির সময় একসঙ্গে শেয়ার কেনার প্রবণতা পুঁজিবাজারের জন্য সঠিক নয়। বাজার ধসের একদিনের মধ্যেই নজিরবিহীন ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, গত কয়েকদিনে মূল্য সংশোধনের সময় বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেননি। অথচ মূল্য সংশোধনের সময় দর কমে যাওয়ায় শেয়ার ক্রয়ের উপযুক্ত সময় ছিল। অথচ ঊর্ধ্বগতির কারণে আজ সবাই একসঙ্গে শেয়ার ক্রয়ে ঝুঁকে পড়েছেন। অস্বাভাবিক ঊর্ধ্বগতি হলে আবার সেভাবেই পতন হবে। সম্প্রতি সে ধরনের কিছু নজির দেখা গেছে। শাকিল রিজভী বলেন, দুঃখজনক হচ্ছে সাধারণ বিনিয়োগকারীর সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও একই ধরনের আচরণ করছে।
 
PH2011011002549.jpg

Protesting investors burn tires to block traffic in the commercial town of Motijeel in Dhaka, Bangladesh, Monday, Jan. 10, 2011. Bangladesh suspended trading at its main stock exchange Monday after a market plunge ignited protests by thousands of investors and security officials struck some with batons to disperse them. (AP Photo/Sajid Hossain) (Sajid Hossain - AP)
 
Status
Not open for further replies.
Back
Top Bottom