What's new

Bangladesh on alert for Brazil, Argentina Copa América clash

Sounds funny, what does it mean ? "Tero" and "Chouddo" as in thirteen and fourteen ?
Yes tero is thirteen and chouddo is fourteen. But in this specific bangla sentence you can't take the numbers literally, because it's written as chorus.
 
Last edited:
. .
So what does :
"Mar Mar tero bar,​
Cutt Cutt chouddo bar! "​
mean ?
It's simply like , "Goli mar salo ko, kat salo ko" ,but that doesn't necessarily mean that you are literally trying to kill him. But you ae simply making angery and/or provocative rhetoric to boost your side!

However literal meaning is beat him thirteen time , and cut ( let's say with knife or dagger
) him fourteen time , but Bengali language doesn't work like this in such types of sentences. Surely it's call of fight, but thirteen and fourteen have no relationship with the whole thing.
 
Last edited:
.
একদিন বাঙ্গালী ছিলাম রে......

 
.
That's the reason I want a ban on watching football specially ban on Argentina and Brazil supporters.

A Brazilian fan drank poison after Brazil lost in Copa.


@Saiful Islam
 
.
Sounds funny, what does it mean ? "Tero" and "Chouddo" as in thirteen and fourteen ?

Bingo!

Mar Mar is "attack, attack!" or "Kill, Kill!"

Cutt, Cutt is "Slash left and right".

These aren't actual battle cries. I was trying to be funny in a lame way I guess...
 
.
LOL!! The way everyone is talking here, look like members here are not a big fan of sports, eh? Football hooliganism is nothing new. Two countries even went to war because of football match for four days. Not only Brazil and Argentina, Bangladeshis even clashed because of local league match. You don't ban the most popular sport in the the world just because some idiots running high on adrenaline got into fight. Police can take care of them.

Most of these new supporters (হুজুগে বাঙ্গালী) probably support Brazil-Argentina because of the old supporters. Current football teams of both countries don't have the star players or the appeal like old times.

Just because BD perform well in some sports or any other things doesn't mean people can't support other teams or players, people love them because of their performance. Not only Bangladeshis do that. Same thing foreigners do about our cricketer Shakib-Al-Hasan and others.

10-20 years ago when cricket wasn't screwed by the big three, specially BCCI; cricket teams like South Africa, England, West Indies, India, New Zealand, Pakistan, Sri Lanka was full of star players, specially the Australian cricket team led by Ricky Ponting. So there was nothing wrong about cheering for those teams.

Instead of wasting money on cricket Bangladesh should focus on football and Olympic where India, England and Australia has no monopoly. Our players get scared when the play against big teams like the Aussie, chase 280+ runs or when loose major player like Tamim, Shakib quickly. No point in wasting time on a team which is "still learning" and can only show their might against Zimbabwe. Even women team and U-19 team won cup and this guys have to play qualifier for T20.

Football was popular before the cricket in BD and we should focus on it again. Kick corrupted pos like Salauddin from BFF, modernize Dhaka and Kamlapur stadium to international standard, improve local football league, play it more, create league like ISL, try to play AFC club football league and send players to European club to learn. If our team perform like the cricket team, people will sure stop supporting other football team.

P.S:- That guy didn't take poison for Brazil's defeat.


Army should raise at least 2 infantry Brigades consisting of ppl from Brahmanbaria. eagerness to get into fights , ive seen it when i visited there (dadar bari) .

Nope, bad idea. কুফা জেলা!! গরু কাটতে যেয়েই যদি এই অবস্থা হয় তাহলে হাতে বন্দুক দিলে কপালে ভাল দুঃখ আছে।


Pathetic. Brazilians and Argentinians probably don’t even know Bangladesh exist

Well, some of them know. After this report they will know about us more. BFF held Argentina Vs Nigeria match in Dhaka. Brazilian ambassador to Dhaka often talked about how Bangladeshis love Brazil team. Few days ago a former Argentine captain post this.

 
.
Instead of wasting money on cricket Bangladesh should focus on football and Olympic
অলিম্পিক ঠিক আছে। তবে ফুটবলে টাকা ঢেলে করবা টা কি? তোমার কি মনে হয় যে টাকা ঢাললেই ফুটবলের উন্নতি হবে? আমি তো আশা দেখি না।

দুনিয়ার সেরা ফুটবল টিম গুলার ধারে কাছে কেন, এশিয়ার সেরা দলগুলার ধারে কাছেই আমরা নাই।

তার চেয়ে অলিম্পিকের জন্য খেলোয়াড় তৈরী করা যেতে পারে, আর বাংলাদেশের প্লেয়ার নিয়ে যদি আমরা মারামারি করে হাসপাতালে যাই, এতে একটা (কু)যুক্তি থাকে, আর তারা হল নিজেদের দেশের প্লেয়ার।

যে দেশের মানুষগুলা আমাদের চেনেই না তাদের নিয়ে মাথাফাটাফাটি করা, বিষ খাওয়া এগুলার যুক্তি কি?

(আমি কিন্তু বলছি না যে নিজের খেলোয়াড়দের জন্য বিষ খাওয়া যুক্তি সংগত!)

@The Ronin
Football hooliganism is nothing new.
 
.
ফুটবলে টাকা ঢেলে করবা টা কি? তোমার কি মনে হয় যে টাকা ঢাললেই ফুটবলের উন্নতি হবে? আমি তো আশা দেখি না।

দুনিয়ার সেরা ফুটবল টিম গুলার ধারে কাছে কেন, এশিয়ার সেরা দলগুলার ধারে কাছেই আমরা নাই।

টাকা না ঢাললে প্লেয়ারদের ব্যক্তিগত পারফর্মেন্সের উপর নির্ভর করে বসে থাকতে হবে, বড় দলের বিপক্ষে দু-একটা ম্যাচ জিতবা বা ড্র করবা। কিন্তু ঐ পর্যন্তই র‍্যাংকিং এ তেমন কোন উন্নতি বা ছোট আসরে কাপ জেতার আশা জীবনেও করা লাগবে না, বড় আসরে খেলা তো দূরের কথা। বাইরের দেশে পারফরম করা জামাল ভূইয়া, হামজা চৌধুরীর মত প্লেয়ারদের আশায় বসে থাকবা। কাদাওয়ালা মাঠে খেলে প্লেয়াররা ইঞ্জুরিতে পড়বে, টার্ফ থাকলেও ঠিকমত পরিচর্যা হবে, ইনডোর জিম আর ফ্লাড লাইটের বেহাল দশাই থাকবে। আর বাইরের দেশের ফুটবল টিম নিয়ে এমন চলতেই থাকবে।

আমরা সবচেয়ে পেছনের সারির টিম বলে যে সেই অবস্থাতেই হাল ছেড়ে বসে থাকতে হবে এমন কোন কথা আছে? পরিশ্রম না করলে তো কেউ কোলে তুলে উপরের সারির দলের কাতারে নিয়ে যাবে না। Australia, Croatia, Denmark এখন বড় বড় দলের সাথে এত দাপটের সাথে খেলে অথচ কয়বছর আগেও এদের কেউ পাত্তা দিত না। ভারত হয়ত এখনও হয়ত অত আহামরি দল না, কিন্তু ওরাও র‍্যাংকিং এ উন্নতি করছে। কারন ওরা সবাই ঘরোয়া লিগে ফোকাস করে। পাইপলাইনে খেলোয়ার রাখা আর ভাল খেলোয়ার তৈরির ঐটাই রাস্তা।

ইউরোপিয়ান লিগের কথা আলাদা করে বলার তো কিছু নাই, IPL এর আদলে ভারত ISL চালু করছে। যখন ক্রিকেটে কেনিয়া, হল্যান্ডের বিরুদ্ধে ১০০ রান পার করতে হাত তুলে দোয়া করা লাগত তখন আমাদেরও "নিটল টাটা" ফুটবল লিগ ছিল, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান, আবাহনীর মত দলের খেলা তখন মানুষ উপভোগ করত। ভাল প্লেয়ারও ছিল, সাফ ফুটবলেও ভাল করতাম। ঐদিন ফেরত আনতে গেলে, আরও উন্নতি করতে গেলে টাকা-পৃষ্ঠপোষকতা অবশ্যই লাগবে। আফ্রিকান/বিদেশি ফুটবলার দিয়ে দল গঠন করা বন্ধ করতে হবে আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জেলা, বিভাগ ভিত্তিক টুর্নামেন্ট লাগবে। (এর মধে্য কিছু অলরেডি আছে)।

অলিম্পিক হল প্রেষ্টিজ আর দাপট দেখানোর আসর। আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত আর অন্যান্য দল এইখানে স্বর্ণের জন্যে লড়াই করে কিন্তু এইটার খেলা কেউ ফুটবলের মত দেখে না বা উপভোগ করে না। কয়টা মেডেল জিতল ঐটা শুধু দেখ। ফুটবল মাত্র একঘন্টার খেলা, যত গড়ায় তত বেশি মজা আর কবে কার সাথে খেলা ঐগুলা ঠিকমত বলা থাকে। সময়, দল, সাপোর্টার আর নামডাকের হিসেবে এইটার মত জনপ্রিয় খেলা আর নাই, অন্যগুলা হবেও কিনা সন্দেহ।

বাংলাদেশের প্লেয়ার নিয়ে যদি আমরা মারামারি করে হাসপাতালে যাই, এতে একটা (কু)যুক্তি থাকে, আর তারা হল নিজেদের দেশের প্লেয়ার।

যে দেশের মানুষগুলা আমাদের চেনেই না তাদের নিয়ে মাথাফাটাফাটি করা, বিষ খাওয়া এগুলার যুক্তি কি?

(আমি কিন্তু বলছি না যে নিজের খেলোয়াড়দের জন্য বিষ খাওয়া যুক্তি সংগত!)

করুক না, মেরে-কেটে-মাথা ফাটিয়ে-খুন করে একে অন্যকে শেষ করে দিক। তাই বলে খেলাই বন্ধ করে দিতে হবে এমন কথা হাস্যকর। চার বিলিয়ন সাপোর্টারের সবাই তো আর গরু-ছাগল না। আর এই ক্ক্যাতগুলা তো শুধু এইসব নিয়ে মারামারি করে না। জমি নিয়ে গ্রামে প্রায়ই মারামারি করে, গরুর মাংস কম দেয়া নিয়েও মারামারি করে। কালকেও দেখলাম এক জায়গায় মাইকে ঘোষনা মারামারি লাগসে, আরেক জায়গায় খেলায় লাল-কার্ড দেখানো নিয়ে মারামারি করছে। তো ১৭ কোটির মধ্যে যদি ১০ কোটি গবেট যদি এইভাবে নিজেদের মেরে ফেলে, তাতে কার কি আসে যায়? মরুক না, খারাপ গুলা মরে ভাল গুলা বেচে থাকুক।

আর ঐ লোক এই কারনে বিষ খায়নি।
 
.
টাকা না ঢাললে প্লেয়ারদের ব্যক্তিগত পারফর্মেন্সের উপর নির্ভর করে বসে থাকতে হবে, বড় দলের বিপক্ষে দু-একটা ম্যাচ জিতবা বা ড্র করবা। কিন্তু ঐ পর্যন্তই র‍্যাংকিং এ তেমন কোন উন্নতি বা ছোট আসরে কাপ জেতার আশা জীবনেও করা লাগবে না, বড় আসরে খেলা তো দূরের কথা। বাইরের দেশে পারফরম করা জামাল ভূইয়া, হামজা চৌধুরীর মত প্লেয়ারদের আশায় বসে থাকবা। কাদাওয়ালা মাঠে খেলে প্লেয়াররা ইঞ্জুরিতে পড়বে, টার্ফ থাকলেও ঠিকমত পরিচর্যা হবে, ইনডোর জিম আর ফ্লাড লাইটের বেহাল দশাই থাকবে। আর বাইরের দেশের ফুটবল টিম নিয়ে এমন চলতেই থাকবে।

আমরা সবচেয়ে পেছনের সারির টিম বলে যে সেই অবস্থাতেই হাল ছেড়ে বসে থাকতে হবে এমন কোন কথা আছে? পরিশ্রম না করলে তো কেউ কোলে তুলে উপরের সারির দলের কাতারে নিয়ে যাবে না। Australia, Croatia, Denmark এখন বড় বড় দলের সাথে এত দাপটের সাথে খেলে অথচ কয়বছর আগেও এদের কেউ পাত্তা দিত না। ভারত হয়ত এখনও হয়ত অত আহামরি দল না, কিন্তু ওরাও র‍্যাংকিং এ উন্নতি করছে। কারন ওরা সবাই ঘরোয়া লিগে ফোকাস করে। পাইপলাইনে খেলোয়ার রাখা আর ভাল খেলোয়ার তৈরির ঐটাই রাস্তা।

ইউরোপিয়ান লিগের কথা আলাদা করে বলার তো কিছু নাই, IPL এর আদলে ভারত ISL চালু করছে। যখন ক্রিকেটে কেনিয়া, হল্যান্ডের বিরুদ্ধে ১০০ রান পার করতে হাত তুলে দোয়া করা লাগত তখন আমাদেরও "নিটল টাটা" ফুটবল লিগ ছিল, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান, আবাহনীর মত দলের খেলা তখন মানুষ উপভোগ করত। ভাল প্লেয়ারও ছিল, সাফ ফুটবলেও ভাল করতাম। ঐদিন ফেরত আনতে গেলে, আরও উন্নতি করতে গেলে টাকা-পৃষ্ঠপোষকতা অবশ্যই লাগবে। আফ্রিকান/বিদেশি ফুটবলার দিয়ে দল গঠন করা বন্ধ করতে হবে আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জেলা, বিভাগ ভিত্তিক টুর্নামেন্ট লাগবে। (এর মধে্য কিছু অলরেডি আছে)।

অলিম্পিক হল প্রেষ্টিজ আর দাপট দেখানোর আসর। আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত আর অন্যান্য দল এইখানে স্বর্ণের জন্যে লড়াই করে কিন্তু এইটার খেলা কেউ ফুটবলের মত দেখে না বা উপভোগ করে না। কয়টা মেডেল জিতল ঐটা শুধু দেখ। ফুটবল মাত্র একঘন্টার খেলা, যত গড়ায় তত বেশি মজা আর কবে কার সাথে খেলা ঐগুলা ঠিকমত বলা থাকে। সময়, দল, সাপোর্টার আর নামডাকের হিসেবে এইটার মত জনপ্রিয় খেলা আর নাই, অন্যগুলা হবেও কিনা সন্দেহ।



করুক না, মেরে-কেটে-মাথা ফাটিয়ে-খুন করে একে অন্যকে শেষ করে দিক। তাই বলে খেলাই বন্ধ করে দিতে হবে এমন কথা হাস্যকর। চার বিলিয়ন সাপোর্টারের সবাই তো আর গরু-ছাগল না। আর এই ক্ক্যাতগুলা তো শুধু এইসব নিয়ে মারামারি করে না। জমি নিয়ে গ্রামে প্রায়ই মারামারি করে, গরুর মাংস কম দেয়া নিয়েও মারামারি করে। কালকেও দেখলাম এক জায়গায় মাইকে ঘোষনা মারামারি লাগসে, আরেক জায়গায় খেলায় লাল-কার্ড দেখানো নিয়ে মারামারি করছে। তো ১৭ কোটির মধ্যে যদি ১০ কোটি গবেট যদি এইভাবে নিজেদের মেরে ফেলে, তাতে কার কি আসে যায়? মরুক না, খারাপ গুলা মরে ভাল গুলা বেচে থাকুক।

আর ঐ লোক এই কারনে বিষ খায়নি।
@The Ronin , ভাল বলেছ।
আমি যে একেবারে একমত না সেটা না কিন্তু।

তবে দেখ, বাংলাদেশের ক্রিকেটারদের কম টাকা দেয়া হয় না, তাদের কিছু ওয়ান ডে পার্ফরমেন্স ছাড়া কিন্তু উল্লেখযোগ্য তেমন কোন সাফল্য নাই।

এক সাকিব আল হাসান ই আন্তর্জাতিক মানের, মুশফিক ও ভাল ওভারঅল; যেহেতু সে উইকেট কিপার ও।

আমাকে সবচেয়ে হতাশ করেছে মুস্তাফিজ, যে সম্ভাবনা নিয়ে শুরু করেছিল, সেটা মাঠে মারা গেছে।

জানিনা এটা খেলোয়াড় দের দোষ, নাকি ক্রিকেট বোর্ডের রাজনীতির!

ফুটবল নিষিদ্ধ করার কথা তো রাগের কথা।

ফুটবলের বর্তমানে খুব বেহাল দশা, আগের মত প্লেয়ার আর নাই, এখন নতুন করে তৈরী করতে গেলে কেমন হবে কে জানে!

যাই হোক আমি কিন্তু ফুটবল বিরোধী সেটা বলা যাবে না। আমি বিশ্বকাপ দেখি,
এবার ইউরোর ফাইনাল দেখেছিলাম ,তবে অবশ্যই কোপা আমেরিকার ফাইনাল দেখি নাই।

তবে হ্যাঁ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনা বা দুই দলের যেকোন এক দল থাকলেও বাদ দেই না, কারন ওটা বিশ্বকাপ।

সাথে ক্লাব পর্যায়ের টুকটাক খেলাও দেখি, যদিও খুবই অনিয়মিত!

আমার যত বিরক্তি ওইসব পাগল ছাগল নিয়ে যারা আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থন করে। এরা হুলিগান, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক রা এক কাঠি বেশি সরেস

এই লোকগুলার কান্ড কারখানা দেখেই অতিমাত্রায় বিরক্তি লাগে।

কাজেই কোন দলকে সমর্থন করি এটা যদি কেউ জিজ্ঞেস করে, আমি একবাক্যে উত্তর দেই যে ব্রাজিল আর আর্জেন্টিনা ছাড়া যেকোন দলকে সমর্থন করায় সমস্যা দেখি না।
আর ঐ লোক এই কারনে বিষ খায়নি।
সেটা তো তার দাবী।ঐ কারনে খেতেও পারে। বাঙ্গালীর আবেগ কে বিশ্বাস করতে নেই। যাক যা রটে তার তো কিছু বটেও, নাকি?

একেবারেই সত্যতা না থাকলে কি একজন সাধারন লোককে নিয়ে নিউজ হত?
 
Last edited:
.
Back
Top Bottom