What's new

Vienna attack: Bangladeshi dual citizen arrested as a suspect, confusion with the intelligence report

Black_cats

ELITE MEMBER
Joined
Dec 31, 2010
Messages
10,031
Reaction score
-5
Can someone please translate the news to English?

14 people have been arrested after the Vienna attack on Tuesday among them there is a Bangladeshi dual citizen. Their age is between 18-28 and after search 18 houses they have been arrested.

On Monday during the attack a gunman killed 4 people firing at the center of Vienna. Those who have been arrested among them Bangladeshi, Turkish, Russian, North Macedonian dual citizen are there!

ভিয়েনা হামলা: জড়িত সন্দেহে বাংলাদেশি দ্বৈত নাগরিক গ্রেফতার, গোয়েন্দা তথ্য নিয়ে বিভ্রান্তি
৫ নভেম্বর ২০২০
আইনশৃঙ্খলা বাহিনী।

ছবির উৎস, REUTERS
ছবির ক্যাপশান,

ভিয়েনায় সন্ত্রাসী হামলার পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসী হামলার ঘটনায় মঙ্গলবার যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি দ্বৈত নাগরিক আছে বলে রয়টার্সসহ অস্ট্রিয়ার গণমাধ্যমগুলো জানাচ্ছে।

তাদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বলে বলা হচ্ছে। ১৮টি বাড়ি তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে পাওয়া তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।

সোমবারের হামলায় এক বন্দুকধারী ভিয়েনার প্রাণকেন্দ্রে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে।

গ্রেফতার হওয়া প্রায় সবারই অভিবাসনের ইতিহাস আছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার।

ভিয়েনার পুলিশ প্রধান গেরহার্ড পুয়ার্স্টেল সংবাদ মাধ্যমকে জানান, আটকদের মধ্যে কয়েকজনের বাংলাদেশ, উত্তর ম্যাসেডোনিয়া, তুরস্ক বা রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছে বলে জানা যায়। তবে হামলার এই ঘটনা নিয়ে অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার মধ্যে গোয়েন্দা তথ্য নিয়ে বড় ধরণের বিভ্রান্তির বিষয়টিও গণমাধ্যমে আলোচিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার বুধবার সাংবাদিকদের বলেছেন, মোবাইল ফোনের ফুটেজ নিশ্চিত করেছে যে সোমবার ভিয়েনায় বন্দুকধারী একাই ওই চারজনকে হত্যা করেছিল।
তবে এ নিয়ে অস্ট্রিয়ার গোয়েন্দা বাহিনী নানা বিভ্রান্তির মধ্যে ছিলেন বলেও তিনি জানান।

তাদের সাথে কোন সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র আছে কিনা, সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। এবং তারা নিজেরা কীভাবে এই ঘটনার তদন্ত করেছে সেটাও খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন।

বন্দুকধারী নিজেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়

ছবির উৎস, REUTERS
ছবির ক্যাপশান,

অস্ট্রিয়া কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারী নিজেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় মি. নেহামার এক সংবাদ সম্মেলনে বলেন, "বর্তমানে পাওয়া তথ্য অনুসারে সন্ত্রাসী হামলাটি হওয়ার আগে থেকেই কিছু জায়গায় ভুল তথ্য ছিল।"

জুলাইয়ে প্রতিবেশী স্লোভাকিয়ার গোয়েন্দা সংস্থা, এক চিঠির মাধ্যমে অস্ট্রিয়া কর্তৃপক্ষকে জানায় যে, গত ২১শে জুলাই দুজন ব্যক্তি, খুব সম্ভবত আরব, তুর্কি বা চেচেন নাগরিক- ব্রাতিস্লাভার অস্ত্রের দোকানে যায়।

সেখান থেকে তারা একে-ফর্টি সেভেনের সরঞ্জাম কেনে।
তাদের দেয়া তথ্য অনুযায়ী ওই দুই ব্যক্তি অস্ট্রিয়ার নম্বর প্লেটযুক্ত বিএমডব্লিউ গাড়িতে করে আসে।

এই সব তথ্য ২৩শে জুলাই ইউরোপোলের মাধ্যমে অস্ট্রিয়াকে জানানো হয়।

"পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বড় ধরণের কিছু ভুল হয়ে যায়," বলেন মি. নেহামার। সেই ত্রুটিগুলোর বিষয়ে জানতে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের বলেন।

ওই চিঠি অনুযায়ী, ইউরোপীয় আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোলের মাধ্যমে অস্ট্রিয়ান কর্তৃপক্ষ স্লোভাকিয়াকে ১০ই সেপ্টেম্বর জানিয়েছিলে যে অস্ট্রিয়ান পুলিশ ইতোমধ্যে দু'জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে।

চিঠিতে বলা হয়, "ওই দুই ব্যক্তি অস্ট্রিয়ান পুলিশদের কাছে সন্ত্রাসবাদের সাথে জড়িত হিসেবে আগে থেকেই পরিচিত। এরমধ্যে একজনকে ২২ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে গোলাবারুদ কেনার চেষ্টায় ব্যবহৃত গাড়িটি অন্য ২১ বছর বয়সী আরেক ব্যক্তির মায়ের নামে। নিবন্ধিত ছিল। উগ্রপন্থী হওয়ার কারণে তার বিরুদ্ধে আগেই মামলা হয়েছিল।

ভিয়েনায় হামলার পরে তাকে গ্রেপ্তারের জন্য আদালতে আবেদনও জানানো হয়েছিল।

স্লোভাকিয়া থেকে এই তথ্যটি পাওয়ার পরে, অস্ট্রিয়ার কেন্দ্রীয় এবং প্রাদেশিক পর্যায়ের গোয়েন্দা সংস্থা, তথ্যগুলো প্রয়োজনীয় যাচাই-বাছাই করে ব্রাতিস্লাভাতে পুনরায় প্রশ্ন পাঠায়, -অস্ট্রিয়ার জননিরাপত্তা বিভাগের মহাপরিচালক ফ্রানজ রুফ।

কী ভুল হয়েছে এমন প্রশ্নের চাপের মুখে তিনি বলেন,"তদন্ত প্রক্রিয়াটি সঠিকভাবে এবং আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে কিনা তা পরিষ্কার করা কমিশনের কাজ। " পরে বুধবার অস্ট্রিয়ার জাতীয় সুরক্ষা কাউন্সিল, স্বাধীন কমিশন গঠনের বিষয়ে সম্মত হয়।

ভিয়েনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে

ছবির উৎস, REUTERS
ছবির ক্যাপশান,

ভিয়েনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে
২০ বছর বয়সী ওই বন্দুকধারী একইসাথে অস্ট্রিয়া ও উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিক বলে জানা গেছে। তিনি গুলি চালানোর কয়েক মিনিটের মধ্যেই পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

ওই তরুণ ভিয়েনায় জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন, তিনি ইতিমধ্যে সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগদানের চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং কারাগারে ছিলেন।
২০১৮ সালের শেষের দিকে , কর্তৃপক্ষ জানতো যে অস্ট্রিয়ার ৩২০ জন ব্যক্তি সিরিয়া এবং ইরাকের সন্ত্রাসী কাজে সক্রিয়ভাবে জড়িত ছিল বা অংশ নিতে চেয়েছিল।

এর মধ্যে প্রায় ৫৮ জন এই অঞ্চলে মারা গেছেন এবং ৯৩ জন অস্ট্রিয়ায় ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে। আরও ৬২ জনকে দেশ ছাড়তে বাধা দেয়া হয়েছিল।

অন্তত ২০ হাজারেরও বেশি মানুষ তাদের মোবাইল ফোনের ভিডিও কর্তৃপক্ষকে দিয়েছে। ওইসব ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে যে ঘটনাস্থলে কেবল একজন বন্দুকধারী ছিল, নেহামার বলেন যে, এই বিষয়টিতে দীর্ঘ দিনের বিভ্রান্তির অবসান ঘটেছে।

সুইজারল্যান্ডও এই হামলার সাথে জড়িত সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করেছে। দেশটির আইনমন্ত্রী বলেন যে গ্রেফতার দুজনের সাথে ওই বন্দুকধারীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

মি. রুফ বলেন যে অস্ট্রিয়ার সাথে সুইজারল্যান্ড এবং অন্য একটি দেশের সাথে যোগাযোগ ছিল। পুরো তদন্তকালে তিনি তাদের শনাক্ত করার বিষয়টি অস্বীকার করেন।

মঙ্গলবার উত্তর ম্যাসেডোনিয়া জানিয়েছেন যে তিনজন কোন না কোনভাবে এই হামলায় জড়িত ছিল এবং তাদের সবার অস্ট্রিয়ান ও উত্তর ম্যাসেডোনিয়ার দ্বৈত নাগরিকত্ব আছে।

বুধবার বিকেলে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্সের কার্যালয় জানিয়েছে যে, নবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের বিষয়ে ইসলামপন্থীদের বিক্ষোভের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ সোমবার ভিয়েনা সফর করবেন।

ছয় ঘণ্টা পরে, ইউরোপের কোভিড -১৯ পরিস্থিতি বিবেচনায় বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে সপ্তাহের শুরুতে ইসলামী সন্ত্রাসবাদ এবং ইসলামিক রাজনীতির বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।"

 
Thanks @Black_cats for uploading the news. Below is the google translation, a little edited.


Vienna attack: Bangladeshi dual citizen arrested on suspicion of involvement, confusion over intelligence
5 November 2020
Law enforcement. Photo source, REUTERS
Photo caption,
Law enforcement is on high alert following a terrorist attack in Vienna.

Austrian media, including Reuters, reported that Bangladeshi dual nationals were among the 14 people arrested on Tuesday in connection with the terrorist attack in Vienna, Austria.

They are said to be between 18 and 26 years of age. The Police searched 16 houses and arrested them.

The data obtained from them is being analyzed, the news said.

In Monday's attack, a gunman opened fire in the heart of Vienna, killing four people.

Almost all of those arrested have a history of immigration, said Carl Nehamar, the country's interior minister.

Vienna's police chief, Gerhard Puerstel, told the media that some of the detainees had dual citizenship in Bangladesh, northern Macedonia, Turkey or Russia.

The gunman is said to have carried out the attack alone. However, the media is also discussing the confusion between Austria and Slovakia over intelligence about the attack.

Interior Minister Carl Nehamar told reporters Wednesday that mobile phone footage confirmed that gunmen had killed the four alone in Vienna on Monday.

However, he said that the Austrian intelligence forces were confused about this.

He said they were investigating whether there was any link between them and any terrorist organization. He also said that they would look into how they themselves investigated the incident.

The gunman posted a picture of himself on social media
Photo source, REUTERS
Photo caption,
Austrian authorities say the gunman posted pictures of himself on social media.

"According to current information, there were misinformation in some places before the terrorist attack," Mr. Nehamar told a news conference.

In July, neighboring Slovakia's intelligence agency wrote a letter to Austrian authorities stating that on July 21, two men, most likely Arabs, Turks or Chechens, went to an arms store in Bratislava.

From there they bought AK-Forty Seven equipment.

According to the information given by them, the two men came in a BMW car with Austrian number plate.

All this information was conveyed to Austria on 23 July through Europol.

"The next step is to make some big mistakes in communication between them," said Nehamar. He told reporters that an independent commission had been formed to look into the matter.

According to the letter, Austrian authorities informed Slovakia on September 10 through the European law enforcement agency Europol that the Austrian police had already identified one of the two.

The letter said: "The two men are already known to the Austrian police for their involvement in terrorism. One of them was sentenced to 22 months in prison.

The letter further stated that the car used in the attempt to buy ammunition was in the name of another 21-year-old man's mother. Was registered. He had previously been prosecuted for being an extremist.

An application was also made to the court for his arrest after the attack in Vienna.

After receiving the information from Slovakia, Austria's central and provincial intelligence agencies verified the information and sent it back to Bratislava for questioning, said Franz Ruff, Austria's director general of public security.

Under pressure to answer questions about what went wrong, he said: "It is the Commission's job to clarify whether the investigation has been carried out properly and legally." Later on Wednesday, the Austrian National Security Council agreed to set up an independent commission.

Strict security measures have been taken in Vienna
Image source, REUTERS
Photo caption,
Strict security measures have been taken in Vienna

The 20-year-old gunman is said to be a citizen of Austria and northern Macedonia at the same time. Within minutes of his shooting, police shot and killed him.

Born and raised in Vienna, the young man had already been convicted and imprisoned for trying to join the Islamic State in Syria.

By the end of 2016, authorities knew that 320 Austrians were actively involved or wanted to take part in terrorist activities in Syria and Iraq.

Of those, about 57 died in the region and 93 are thought to have returned to Austria. Another 72 were barred from leaving the country.

At least more than 20,000 people have given their mobile phone videos to the authorities. Analyzing those videos to see that there was only one gunman at the scene, Nehamar said the long-running confusion over the matter had ended.

Switzerland has also arrested two people on suspicion of involvement in the attack. The country's law minister said the gunman had a friendly relationship with the two arrested.

Mr. Roof said Austria had contacts with Switzerland and another country. Throughout the investigation, he denied identifying them.

Northern Macedonia said on Tuesday that the three men were involved in the attack in one way or another and that they all had dual Austrian and northern Macedonian citizenship.
 
Not our problem, the swine probably got radicalised in the west.



If they deport him, which they can't, we will execute him once his direct involvement is proven, to which EU snow flakes will cry foul.



So, If you won't let us handle it, then it's your problem.



He isn't Bangladesh's problem, this new isn't relevant, besides, his involvement isn't even proven could just be a contact, regardless, irrelevant news.
 
Not our problem, the swine probably got radicalised in the west.



If they deport him, which they can't, we will execute him once his direct involvement is proven, to which EU snow flakes will cry foul.



So, If you won't let us handle it, then it's your problem.



He isn't Bangladesh's problem, this new isn't relevant, besides, his involvement isn't even proven could just be a contact, regardless, irrelevant news.
sheikh_hasina_wazed_is_a_contradictive_idiot_by_cambion_hunter_dcryqv3-fullview.jpg
 

Back
Top Bottom