What's new

Pakistani Biharis used to treat us, Bengalis as their slaves - Mukti Bahini fighter

What does taka mean in Bengali?

You think we use the word "Rupee" in tamil?
It is written rupee... thats what matters.

i wish it could be true but its not seems to me sir

Who is spending most for army? Its AL..
AL bought so many things in its last 7 years, we did not buy in last 40 years. AL is very aggressive. These people declared independence in front of a standing army in 1971, that even Gandhi, neheru or Jinnah dare to do it.
 
Who is spending most for army? Its AL..
AL bought so many things in its last 7 years, we did not buy in last 40 years.
Tbh sir that's primarily because of your robust economic growth in the past 10 years.
 
It is written rupee... thats what matters.

Oh ok...but bengalis refer to it as taka a lot. I wasnt sure if it was written same way.

In Tamil its rubaiy and written that same way too on the note.
 
Oh ok...but bengalis refer to it as taka a lot. I wasnt sure if it was written same way.

In Tamil its rubaiy and written that same way too on the note.

Any picture of Indian currency?

Tbh sir that's primarily because of your robust economic growth in the past 10 years.

That partially true. But BNP would not bought so many thing even with the economic growth.
AL bought migs, frigates in 1996 tenure and even bought Mig 21, tanks in 1973 one of the most advanced fighter of that time.
 
Ok it is written taka in bengali .. :bunny:

Yah thats what my Bangladeshi friend told me :P...and it looks optically that way to me...but was not sure.

  1. Assamese: টকা (ṭôkā)
  2. Bengali: টাকা (ṭākā)
  3. Gujarati: રૂપિયો (rupiyo)
  4. Kannada: ರೂಪಾಯಿ (rūpāyi)
  5. Kashmiri: روپے (ropyih)
  6. Konkani: रुपय (rupaye)
  7. Malayalam: രൂപ (rūpā)
  8. Marathi: रुपया (rupayā)
  9. Nepali: रुपैयाँ (rupaiyã)
  10. Odia: ଟଙ୍କା ( taṅkā)
  11. Punjabi: ਰੁਪਈਆ (rupiā)
  12. Sanskrit: रूप्यकम् (rūpyakam)
  13. Santali: ᱴᱟᱠᱟ (ṭākā)
  14. Sindhi: रुपियो‎ (rupiyo)
  15. Tamil: ரூபாய் (rūpāy)
  16. Telugu: రూపాయి (rūpāyi)
  17. Urdu: روپیہ‎ (rupayā)
 
they are our ex-brothers so i have not to misguide them . abut cricket now they are also getting same taste no one is going BD to play they have invited afghanistan .

Check your sources again. England is coming. I am yet to see any serious post from you in my 6 years of PDF stay.

you were slaves you are slaves and you will remain slaves . in Pakistan you have chance to stand up but now a tinny country like BD have nothing but to obey daddy Indians and that is what you guys doing .can you stand up to india ?

The most important think is that I dont have to carry a passport that has Pakistan in it and suffer humiliation everywhere in the world with the weakest passport.

the economy is doing well but the political system is fragile and will collapse, especially given that this bloody witch has an agenda and has single-handedly polarized her country

Bangladesh is going fine. The country is very stable right now. There is hardly any strike or political agitation. Our life is peaceful and quiet. The ISIS attack in gulshan was no different from France or USA which has been taken care of. all the masterminds are dead. I don't know why are you being that pessimistic?
 
Chairman of BGC trust and Mukti bahini freedom fighter Engineer Afsar Uddin Ahmed says Major Ziaur Rahman was an agent of Pakistan and conspirator . He was not a true freedom fighter.

He also says Biharis used to mock Bengalis a lot when we used to study in Chittagong college. They treated us as if we were their slaves and they were our master. They also used to insult Bengali teachers.

  1. চট্টগ্রাম প্রতিদিন
জিয়াউর রহমান পাকিস্তানের চর এবং ষড়যন্ত্রকারী
সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৮-২৮ ৯:০৭:৪৭ পিএম


sm20160828210747.jpg


চট্টগ্রাম: জিয়াউর রহমান পাকিস্তানের চর এবং ষড়যন্ত্রকারী ছিলেন বলে মন্তব্য করেছেন বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদ।

রোববার (২৮ আগস্ট) স্বাচিপ-বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইঞ্জিনিয়ার আফসার বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হবেন কী করে। ও তো পাকিস্তানের চর ছিল। জিয়াউর রহমান পাকিস্তান পন্থী মুক্তিযোদ্ধা। সিনিয়র মোস্ট ছিলেন বলে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার সুযোগ পেয়েছিল। তিনি ষড়যন্ত্রকারী।

তিনি বলেন, চট্টগ্রামে দুজন কুখ্যাত রাজাকার ছিল। একজনের ফাঁসি হয়েছে। আরেকজন অপেক্ষা করছে। মীর কাসেম আলীর ফাঁসি হলে চট্টগ্রাম কলঙ্কমুক্ত হবে।

ছাত্রজীবনের স্মৃতিচারণ করে ইঞ্জিনিয়ার আফসার বলেন, আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন খুব কাছ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেখার সুযোগ পেয়েছিলাম। আমরা বলতাম ‘বঙ্গ শার্দ‍ূল শেখ মুজিবর রহমান’। তিনি বলতেন, একটি জাতির ১০ শতাংশ ছাত্র তুখোড় মেধাবী। তাদের মধ্যে ৮০ শতাংশ আবার ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ে।

এ মুক্তিযোদ্ধা বলেন, বঙ্গবন্ধুর অসীম সাহস দেখেছিলাম। তিনি ছিলেন আপসহীন। পাকিস্তানের মধ্যে দাঁড়িয়ে ‘আমার সোনার বাংলা’ গেয়েছেন। তিনি পশ্চিম পাকিস্তানে গিয়ে বাঙালির মুক্তির সনদ ছয় দফার কথা বলেছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার সময় তাকেসহ সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। সেখানকার সিহন্যাল ম্যাচেও গাইছেন ‘আমার সোনার বাংলা’। ওই ম্যাচটি এখন জাদুঘর করা হয়েছে।

তিনি বলেন, ৩২ নম্বর বাড়ি থেকে আমাদের কাছে সবক আসত। ‘পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা’। ১৯৬৮ সালের বহুল প্রচলিত স্লোগান ছিল ‘বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর’। আমরা পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এসব স্লোগান দিয়েছি।

তিনি বলেন, পাকিস্তানিদের অত্যাচার আমরা দেখেছি। বিহারি ছেলেরা আমাদের সঙ্গে চট্টগ্রাম কলেজে পড়ত। এমন ভাব ছিল তাদের মনে হতো আমরা তাদের প্রজা। তারা বাঙালি ছাত্র শুধু নয়, শিক্ষকদেরও অপমানিত করতো।

বঙ্গবন্ধুর খুনিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে এ মুক্তিযোদ্ধা বলেন, তারা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার জন্যে বেছে নিয়েছিল আগস্টকে। আজ আমাদের প্রয়োজন ঐক্য। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে হবে। সুখী, সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক রাজনীতির আদর্শ রেখে গেছেন তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে লড়াই করছেন। তাকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান, সহসভাপতি ডা. মনোয়ারুল হক শামিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার আহ্বায়ক ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখার সদস্যসচিব ডা. নাসির উদ্দিন মাহমুদ ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

আলোচনায় অংশ নেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম তারেক, উপাধ্যক্ষ ডা. জাহিদ হোসেন শরীফ, বিএমএ চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, সমাজসেবা সম্পাদক আবুল কাসেম মাসুদ, দপ্তর সম্পাদক ডা. মো. সেলিম, গ্রন্থাগার সম্পাদক ডা. নুরুদ্দিন জাহেদ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. এসএমএম আকবর, সাংস্কৃতিক সম্পাদক ডা. সত্যজিৎ রায়। সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ডা. মো. শওকত হোসেন। স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্যসচিব ডা. মো. সাইফুদ্দিন খালেদ।

শুভেচ্ছা বক্তব্য দেন ডা. মোহাম্মদ আবদুর রহমান, ডা. মো. জাহিদুল আলম জিকু, ডা. অঞ্জন বল, ডা. বাবর চৌধুরী, ডা. দেবরাজ বৈদ্য, ডা. সৌমিত্র বড়ুয়া, ডা. রাকিব উদ্দিন, ডা. ওমর ফারুক লাভলু, ডা. জুয়েল, ডা. আবদু রব ফয়সাল, ডা. এহসানুল খান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ডা. এসএম জাহেদ কামাল।

বিজিসি ট্রাস্ট গঠন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার আফসার বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এদেশে শিক্ষার আলো ছড়ানোর জন্যে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার ভাষায় বিজিসি হচ্ছে আলোকবর্তিকা। বিদ্যানগরে সুন্দর একটি বাতি জ্বালানোর চেষ্টা করেছি। আজ মনে হচ্ছে আমার জ্বালানো বাতি বিকশিত হয়েছে। ১০ হাজার ছেলেমেয়ে আছে এ বিদ্যানগরে। তাদের বসার জন্যে বঙ্গবন্ধু সুইডেন স্কয়ার করেছি। যেখানে আমরা শোক দিবস, মা দিবস, স্বাধীনতা দিবস আয়োজন করি। এদেশের মানুষকে কিছু দেওয়ার জন্যেই এ বিদ্যানগরী গড়ে তুলেছি।

সম্প্রতি বাইপাস হয়েছে জানিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, বিজিসি হচ্ছে আমার মায়ের নাম। আমার কোনো পীর নেই। আমার মা-ই আমার পীর। আমার কোনো পীরের দরকার নেই। তোমরা যদি মাকে চিনতে পারো তবেই সত্যিকারের স্বার্থক জীবন। আমার ইচ্ছে বিজিসি ট্রাস্টের অনেক মাঠ আছে, সেখানকার একটিতে যেন আমার জানাজা হয় এবং আমার মায়ের পাশে যেন কবর দেওয়া হয়। যে কবর আমি এখনই খুঁড়ে রেখেছি।

http://www.banglanews24.com/daily-chittagong/news/513834/জিয়াউর-রহমান-পাকিস্তানের-চর-এবং-ষড়যন্ত্রকারী

Get over with that Bangali guys.. your present is drenching in your own past. Get out, look ahead.. see you've got freedom you wanted. Why are you justifying your independence after 45 years still? You don't have to prove it to yourself yet another time - right or wrong, you are in. Live and enjoy your present and future.
 
I am yet to see any serious post from you in my 6 years of PDF stay.

At least he saw ISIS exactly what they were right from the start....same cannot be said of you.

For that he and others hold much greater respect from me than flip floppers.

If he speaks the truth that you have hard time dealing with...it is quite childish to dismiss him as "non-serious" because he is mostly a jovial guy.
 
he already explained to you they trow away land so they can better manage mine and fence the border . you fish eater do not understand it you just take it
India throw away land so that they can fence the border and how is that supposed to harmful for BD? We are grateful to India that they are bearing the cost of marking the border permanently.Illegal smuggling is more harmful for BD than India as govt. loses a lot of tax revenue on Indian import.I repeat it again,Haseena didn't do any deal with India to date which is solely harmful to Bangladesh and beneficial to India.She made deal which is win-win for both or extracted a significant concession for BD. All the lucrative deal she handed over to China,Japan,Russia,Malaysia.

hat 40 SQkm is ? nothing but a shitty terrain and BSF report them to get away from this peace or else thousands BD guys cross the border from here . so they give it to you and now they are in better place to monitor and defend
It is also good for BD.Illegal activities in the border must be stopped.It is much more harmful to us.
 
Last edited:
Back
Top Bottom