BanglaBhoot
RETIRED TTA
- Joined
- Apr 8, 2007
- Messages
- 8,839
- Reaction score
- 5
- Country
- Location
একটা ইন্ডিয়ান টিভি চ্যানেলকে দেওয়া interview তে জে. পারভেজ মোশারফ বাংলাদেশ সম্পর্কে কি বলেছে !!!
General Pervaiz Musharaf Critisized -- " Hasina Wajid has submitted herself and her country to India "
বাংলাদেশে বর্তমানের যারা ক্ষমতা ধরে রেখেছেন তাদের মাত্ত্রারিক্ত ভারতপ্রীতি এবং ভালোভাবে দেশের স্বার্থ না দেখেই ভারতকে সব কিছু দিয়ে দেবার কিংবা উজার করে দেবার টেনডেনসি আজ বাংলাদেশের ইমেজকে কতটা নিচে মানিয়েছে যে মানুষ এইসব দেখে বাংলাদেশকে নিয়ে মস্করা করে !!!! ভুটানকে যেভাবে ট্রিট করে মানুষ এখন বাংলাদেশকেও সেইভাবে ট্রিট করা শুরু করেছে।
আর বর্তমানে দেশের নিরাপত্তা বাহিনীর মানসিক অবস্থা তো বড়ই করুন মনে হচ্ছে। রাজ্জাকের ঘটনা তার একটা প্রমান। রাজনৈতিক স্বার্থে বিডিআরকে ব্যাবহার করতে করতে তাদের আজ কোথা থেকে কোথায় নিয়ে নামিয়েছে !!!! রাজনৈতিক কারনে দেশের মানুষের গায়ে গুলি চালাতে পারে [ যেখানে তাদের উচিত এইসব থেকে দূরে থাকা ] আর সীমান্তে যখন গুলি করা দরকার তখন হা করে তাকিয়ে থাকে !!! এতটা করুন অবস্থা তো আগে ছিল না !!! এইসব দেখে আমি বড়ই লজ্জিত ও ক্ষুব্ধ।
General Pervaiz Musharaf Critisized -- " Hasina Wajid has submitted herself and her country to India "
বাংলাদেশে বর্তমানের যারা ক্ষমতা ধরে রেখেছেন তাদের মাত্ত্রারিক্ত ভারতপ্রীতি এবং ভালোভাবে দেশের স্বার্থ না দেখেই ভারতকে সব কিছু দিয়ে দেবার কিংবা উজার করে দেবার টেনডেনসি আজ বাংলাদেশের ইমেজকে কতটা নিচে মানিয়েছে যে মানুষ এইসব দেখে বাংলাদেশকে নিয়ে মস্করা করে !!!! ভুটানকে যেভাবে ট্রিট করে মানুষ এখন বাংলাদেশকেও সেইভাবে ট্রিট করা শুরু করেছে।
আর বর্তমানে দেশের নিরাপত্তা বাহিনীর মানসিক অবস্থা তো বড়ই করুন মনে হচ্ছে। রাজ্জাকের ঘটনা তার একটা প্রমান। রাজনৈতিক স্বার্থে বিডিআরকে ব্যাবহার করতে করতে তাদের আজ কোথা থেকে কোথায় নিয়ে নামিয়েছে !!!! রাজনৈতিক কারনে দেশের মানুষের গায়ে গুলি চালাতে পারে [ যেখানে তাদের উচিত এইসব থেকে দূরে থাকা ] আর সীমান্তে যখন গুলি করা দরকার তখন হা করে তাকিয়ে থাকে !!! এতটা করুন অবস্থা তো আগে ছিল না !!! এইসব দেখে আমি বড়ই লজ্জিত ও ক্ষুব্ধ।