Eu won't diversified easily. Others can't be stable source for EU.
Western block had been rulling the world through various tricks .
And USD is the most deadly weapon of the imperist power.
If USD sanction become obsolete and other countries can find alternative source of world trading , how USA and EU can fight back?
If you have dollar threat ( when it will no longer remain the tool to dived and rule, how you can be beneficial from it?
ভাইজান, পুতিন কিন্তু ঘাস খেয়ে যুদ্ধে নামে নাই। এত টাকা পয়সা নষ্ট হচ্ছে যুদ্ধে, এটা কিন্তু সহজ ব্যাপার না। সে একটা রেজাল্ট নিয়েই ছাড়বে। খুবই হিসাব করে সে এই যুদ্ধে নেমেছে।
ঘাস খায় বরং বাইডেন। সে ভাবছে যে আমেরিকা আগের মত মোড়লই আছে।
ট্রাম্প ঠিক বুঝেছিল, যেটা বাইডেন বুঝে নাই।
আমেরিকা স্যংশন দিয়েছে, আর অন্তত ২/৩ বছরের আগে ইউরোপ পর্যন্ত সেটা বাস্তবায়নের ক্ষমতা রাখে না, তাহলে এইটা কিসের ঘোড়ার ডিমের স্যাংশন?
যখন আপনার কমান্ড ব্যর্থ হল, মানে আপনি আর গ্লোবাল লিডার থাকলেন না।
যদি ২/৩ বছরের আগে বিকল্প সন্ধানের মুরোদ না থাকে, তাইলে ২/৩ বছর পর স্যংশন দিতে পারতেন। অন্তত মান টা তো এইভাবে যেত না।
তাছাড়াও রাশিয়ার অর্থনীতি আরবদের মত এত বেশি জ্বালানী নির্ভরও নয়। ভাল করে খোঁজ নিয়ে দেখেন। তাই প্রস্তুতি নিয়ে স্যংশন দিলেও খুব বেশি কাবু করা যাবে না।
আর শত্রু আপনাকে প্রস্তুত হবার সুযোগ দেবে না, এটাই নিয়ম!
আর
চীনের তেল কেনা বা অন্য কথা আপনার না বলাই ভাল। চীন আপনার অতিসরলীকৃত পশ্চিমা হিসাবে চলে না।
চীন হল পরবর্তী গ্লোবাল লীডার, আর তার স্বি কোয়ালিটি পুর্ন মাত্রায় আছে।
যুদ্ধে রাশিয়া কিন্তু আসলে আক্রমণ কারী শক্তি। পিছনে চীন ( অর্থনীতি আর অন্য সব কিছু) না থাকলে সেই মুরোদ রাশিয়ার কোনদিন ছিলই না।
গ্লোবাল অর্থনীতির হিসাব টা এত সহজ না, যেভাবে আপনি
নিচের কথা গুলো বলছেন। যাক দেখতে থাকুন। চীন সব কিনবে না, আর চীন না কিনলেই রাশিয়া রাস্তায় বসবে এইটাও আরেক
"বাইডেনিও" চিন্তাভাবনা,যা বর্তমান দুনিয়াতে অনেকটাই অর্থহীন!
যাক শুধুই তর্কের খাতিরে তর্ক করে লাভ নাই আমাদের কারোরই!
Thank you.
@mmr