What's new

BJP launched (A new political party)

.
means more divisions in BD in coming days?

Its a BAL front. They will be in operation during election cycle hopefully to sow ...well...what BD richly deserves.

I was being very kind when I describe BD as a punching bag. Even MM has its way with BD as much as it pleases.
 
. . .
this BJP is a hindu extremist group in Bangladesh and their hindu leaders does not recognize Bangladesh independence. This hindu extremist entity is partner of ruling awami league and will promote hindu terrorism.

Seems they have selected you to be their spokesman. Hindus do not recognize BD, but what about you guys of Jamaat? Do you guys believe in BD? Now, Jamaat and BJP together have a single spokesman, who is @idune. Since it is so, please try your best to undo BD.
 
. .
Is that why Indian sanghis keep whining about alleged persecution of hindus in BD?

yeah because its still a muslim majority country , what else can you expect
 
. .
Bangalis are allowing filthy hindu terrorists to form a party?

What world are you people living in????!!!!

I think you people deserve the constant humiliation from a sewage 3rd world country like MM.

@UKBengali @idune @Philia @bluesky
 
.
Bangalis are allowing filthy hindu terrorists to form a party?
Bangladesh Janata Party...

Name for a party.....trying to mimic the Indian one perhaps for cheap publicity..................
Any regular citizen is allowed to form a party in Bangladesh. Tell me when they win a seat in the election.
 
.
Mithun Chowdhury, has recently floated a new Political Party, he announced that the Political parties is named as the "Bharatiya Janata Party' (BJP) by assembling various Hindutva organizations and Buddhist organizations, who had earlier announced a group of Hindus, Buddhists, Christians, Adivasis,etc

That is, they do not want to do politics with 90% of the majority of Muslims in the country, and they themselves also know that they will not get 0.01% of votes in Bangladesh or even any political party in Bangladesh will not even have a chair to sit beside them at any event, but why they are What is the purpose of doing this is that there is nothing in the conscious people or the buzz about this country.
But who is this Mithun Chowdhury ??

But I do not need to give him so much publicity,just look at the 1st and 2nd pictures, the question now are who are these people who are actually
In the 1st picture,seen is the Bangladeshi Embassy being surrounded by Indian Hindus in Calcutta.

In the second picture, he is seen meeting with the agent of Mossad Medeni Safadi, an Israeli intelligence agency in Calcutta.

In the 3rd photo ,he is seen announcing the formation of a Political party called Bangladesh Janata Party, BJP, by assembling various Hindu organizations in Dhaka.
Courtesy: CHT-Bangladesh
বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও বৌদ্ধ সংগঠনকে একত্র করে বাংলাদেশ জনতা পার্টি বিজেপি নামে একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন মিঠুন চৌধুরি নামের এই ব্যক্তি,,,যিনি এর আগে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান, আদিবাসী নামে একটি দলের ঘোষণা দিয়েছিলেন,,,

অর্থাৎ তারা এদেশের ৯০% সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের নিয়ে কোনো রাজনীতি করতে চান না,,,তাছাড়া তারা নিজেরাও জানে তারা বাংলাদেশে ০.০১% ভোটও পাবে না এমনকি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা কোনো অনুষ্ঠানে তাদের পাশে বসার চেয়ারও দিবে না কিন্তু তারপরও কেন তারা এসব সংগঠন তৈরী করছে তার উদ্দেশ্য কি তা এদেশের সচেতন মানুষের না বুজার কিছু নাই।

কিন্তু কে এই মিঠুন চৌধুরি?? https://www.youtube.com/watch?v=_SDpPlJ7Lzs
তবে তার এত বেশি পরিচয় দেওয়ার দরকার নাই,,,১ম ও ২য় ছবিটা খেয়াল করুন তাহলে বুজবেন আসলে এসব ব্যক্তিরা কারা

১ম ছবিতে যেখানে তিনি একজন বাংলাদেশি হয়েও কলকাতায় বাংলাদেশ দূতাবাস ঘেরাও করছেন ভারতীয় হিন্দুদের নিয়ে।।

২য় ছবিতে তিনি কলকাতায় ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট মেন্দি সাফাদির সাথে বৈঠক করছেন

৩য় ছবিতে তিনি আজ ঢাকায় বিভিন্ন হিন্দু সংগঠনকে একত্র করে বাংলাদেশ জনতা পার্টী বিজেপি নামে একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছে।।
Courtesy: CHT-Bangladesh
21686315_1689212307758642_6139176061998091866_n.jpg

 
.
The India Doctrine
Mohammad Yousuf

আমাদের প্রতি ভারতের বিজেপির আশীর্বাদ আছে: বিজেপি সভাপতি মিঠুন চৌধুরী

নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) প্রতি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আশীর্বাদ আছে বলে জানিয়েছেন নবগঠিত দলটির সভাপতি মিঠুন চৌধুরী। তার দাবি, বিজেপিই হবে বাংলাদেশের রাজনীতিতে বড় একটি শক্তি। এরই মধ্যে ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে তার বৈঠক হয়েছে। এই দলটি নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে নয়, জাতীয় সব ইস্যু নিয়ে রাজনীতি করবে বলেও জানিয়েছেন মিঠুন চৌধুরী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে মিঠুন চৌধুরীর কথা হয় তার দল ও পরিকল্পনা নিয়ে। তিনি জানান, বিজেপি নির্দিষ্ট কোনও ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করবে না। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে তৈরি করা এই দল জাতীয় ইস্যুতে রাজনীতি করবে।

মিঠুন চৌধুরীর জন্মস্থান সুনামগঞ্জের জামালগঞ্জের রহিমাপুর। পেশায় ব্যবসায়ী। বর্তমানে তিনি সিলেট সদরের বালুচর এলাকায় বসবাস করেন। ঢাকাস্থ সিলেট ছাত্র সংগ্রাম পরিষদের পাঁচবারের সভাপতি তিনি।

মিঠুন চৌধুরী মনে করেন, মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো। সে হিসাবে ভারতের সঙ্গে নবগঠিত বিজেপির সুসম্পর্ক থাকাটাও অস্বাভাবিক নয়।

বাংলা ট্রিবিউনকে মিঠুন চৌধুরী জানান, গত ৬ এপ্রিল তিনি ভারত সফরে যান, দেশে ফেরেন ৩ জুলাই। তার দাবি, এই তিন মাসে ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এবং তারা জানিয়েছেন, ভারতের বিজেপি বাংলাদেশের বিজেপির সঙ্গেই আছে।

মিঠুন চৌধুরী বলেন, ‘আমাদের স্বাধীনতার সময় ভারতের ভূমিকা ছিল। তবে আমরা যে স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিলাম সেসব স্বপ্ন এলোমেলো হয়ে যাচ্ছে। স্বাধীনতার সময় আমাদের মানুষগুলো (সংখ্যালঘু হিন্দুরা) ছিল ৩৯ শতাংশ। এখন তাদের সংখ্যা ১০ থেকে ১২ শতাংশ। প্রতিদিনই ৬শ ৩২ জন ভারতে পালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কেন পালাবে? এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র; এখানে সরকার আছে, সবকিছু আছে। তারপরও কেন এত নির্যাতন-নিপীড়ন?’

এসব প্রসঙ্গে ভারতের ক্ষমতাসীন দলের মনোভাব জানতে চাইলে মিঠুন চৌধুরী বলেন, ‘তারা (ভারতীয় বিজেপির নেতারা) বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। তারা চান, সংখ্যালঘুদের অবস্থার পরিবর্তন হোক। বাংলাদেশের সংখ্যালঘুরা মানুষের মতো সম্মান নিয়ে বেঁচে থাকুক, তাদের অধিকার প্রতিষ্ঠা হোক, তাদের জমিজমা যেন হয়রানির শিকার না হয়— এই বিষয়গুলো তারা চায়।’ তিনি আরও বলেন, ‘দিল্লীতে দু’বার গিয়েছি, চার-পাঁচটি বৈঠক হয়েছে। তবে কার কার সঙ্গে বৈঠক হয়েছে, সেটি বলতে পারব না।’

বাংলাদেশের রাজনৈতিক উদ্যোগের বিষয়ে ভারতের ক্ষমতাসীন দলের মনোভাব জানতে চাইলে মিঠুন চৌধুরী বলেন, ‘‘বিষয়টা হচ্ছে, আমাদের মতো যারা ৪৬ বছর ধরে ছোটখাট দল করছে, তাদের কেউই রাজনৈতিকভাবে কাজ করতে চাচ্ছে না। তবে বিজেপি সর্বশেষ আমাদের বলেছে, ‘আপনারা উঠে দাঁড়াতে পারলে আমরা আলাদা-আলাদা রাষ্ট্র হলেও আমাদের শুভদৃষ্টি থাকবে আপনাদের প্রতি।’ তাদের আশীর্বাদ আছে আমাদের প্রতি।’’

দলের লোগো ভারতীয় বিজেপি’র লোগো থেকে অনুপ্রাণিত কিনা, জানতে চাইলে মিঠুন চৌধুরী বলেন, ‘এটা ভুল ধারণা। কমিউনিস্টরা সারাবিশ্বে আছে। বাংলাদেশে কেন বিজেপি হবে না। তারা ভারতীয় জনতা পার্টি, আমরা বাংলাদেশ জনতা পার্টি। আমাদের লোগো, নাম আলাদা। তাদের লোগো শুধু পদ্মফুল। আমাদের লোগো পদ্মফুল; এর নিচে দু’টো হাত দেওয়ার কারণ হচ্ছে, আমরা নির্যাতিত, নিপীড়িত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন এই নিপীড়ন থেকে রক্ষা আমরা রক্ষা পাই।’

দলের পরিকল্পনা সম্পর্কে মিঠুন চৌধুরী জানান, বিজেপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের জটিলতা নিরসন করবে, প্রধান বিচারপতিকে নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করবে, প্রতিটি বিভাগকে প্রদেশে উন্নীত করা হবে, সংখ্যালঘুদের জন্য পৃথক মন্ত্রণালয় করা হবে, ঋণখেলাপিদের ঋণের ৮০ শতাংশ পরিশোধ না হলে নতুন ঋণ দেওয়া হবে না, প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অন্য ধর্মের উপাসনালয় তৈরি করা হবে এবং দুর্গা পূজায় তিন দিনের ছুটির গেজেট প্রকাশ করা হবে।

মিঠুন চৌধুরী দাবি করেন, বাংলাদেশ জনতা পার্টিই (বিজেপি) হবে বাংলাদেশের তৃতীয় শক্তি। কেবল তৃতীয় শক্তি নয়, এটাই হবে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি। তিনি বলেন, ‘আমরা নিজেরা জোট করেছি। কিছুদিনের মধ্যেই আরও একটি বড় প্ল্যাটফর্মে একটি জোট হবে।’ আগামী ২৫ সেপ্টেম্বর আলেমদের একটি গোলটেবিল বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

মিঠুন চৌধুরীর দাবি, আগামী এক মাসের মধ্যেই বড় একটি জোটের ঘোষণা দিতে পারবেন তারা। শতাধিক সংগঠনের এই জোটে ইসলামী ও গণতান্ত্রিক দলগুলো থাকবে বলেও জানান তিনি।

দলের কমিটি গঠন ও প্রার্থী বাছাই প্রসঙ্গে নবগঠিত বিজেপির সভাপতি বলেন, ‘২০ সেপ্টেম্বর দলের সভাপতি হিসেবে আমার নামসহ অল্প কয়েকজনের পদ ঘোষণা করা হয়েছে। বাকিদের নাম জানিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’ দৈনিক বাংলা মোড়ের কাছে কসমিক টাওয়ারে কার্যালয় নেওয়া দলটি আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দেবে জানিয়ে তিনি বলেন, ‘প্রার্থী বাছাই শুরু হয়েছে। ৮-১০ জন মনোনীতও হয়েছেন।’

অন্য কোনও জোটের সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে মিঠুন চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে কোনও জোটে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি না। আমরাই বড় একটি জোট করবো। আমাদের সঙ্গেই অন্য জোট আসতে পারে। আমরা এমন প্রস্তুতি নিচ্ছি, যেন অন্যদের সঙ্গে যেতে না হয়।’

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টি এবং সমমনা অর্ধশতাধিক সংগঠনের উদ্যোগে বিজেপি গঠনের ঘোষণা দেওয়া হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টি ছাড়াও এই দলে আছে মুক্তির আহ্বান, বাংলাদেশ সচেতন সংঘ, জাগো হিন্দু পরিষদ, আনন্দ আশ্রম, হিন্দু লীগ, সনাতন আর্য সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ ঋষি সম্প্রদায়, বাংলাদেশ মাইনরিটি ফ্রন্ট, হিউম্যান রাইটস, হিন্দু ঐক্য জোটসহ বিভিন্ন সংগঠন। দলের সভাপতি ও মুখপাত্র হয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টির সভাপতি মিঠুন চৌধুরী, মহাসচিব হয়েছেন দেবাশীষ সাহা। দলের মহানগর সম্পাদক দেবদুলাল সাহা, দলের যুব পার্টির সভাপতি আশিক ঘোষ।

এদিকে, বিজেপি গঠনের ঘোষণার পরদিনই মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস নতুন দলের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের সঙ্গে বিজেপি গঠন নিয়ে মিঠুন চৌধুরীর কোনও যোগাযোগই হয়নি। আমাদের সংগঠনটি একটি মানবতাবাদী, অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও দাবি আদায় ও এ বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে আমরা কাজ করছি।’

এর জবাবে মিঠুন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এসব কথা নতুন নয়। এরশাদ সাহেব তো সকালে-বিকালে কথা পরিবর্তন করেন। এটা নিয়ে কিছু বলার নেই।’
http://www.banglatribune.com/politics/news/245201/

21687445_1691040260909180_2982259199412541370_n.png


Mohammad Yousuf
We have BJP's blessings on us: BJP president Mithun Chowdhury

The newly formed party's president Mithun Chowdhury has said that the Bharatiya Janata Party (BJP) has the blessings of India's ruling party, the Bharatiya Janata Party (BJP), which has emerged as a new political party. His claim that the BJP will be a big power in the politics of Bangladesh. In the meantime, he had a meeting with some top leaders of the ruling party in India. Mithun Chowdhury also said that this party will do politics on all issues, not centering particular religion.

On Thursday (September 21st) Mithun Chowdhury with the Bengali Tribune talks about his team and plans. He said that BJP will not do politics based on certain religion. This group, made up of people of all religions, will make politics on the national issue.

The birthplace of Mithun Chowdhury, Rahimapur of Jamalganj of Sunamganj. Businessman At present, he lives in the Sylhet Sadar of Balochchar area. He is the five-time president of the Sylhet Students' Struggle Council in Dhaka.

Mithun Chowdhury thinks that since the beginning of the liberation war, India is our friendly country. India's relations are well with 40 registered political parties of Awami League and BNP including the BNP. It is not unusual to have a good relationship with the newly formed BJP along with India.

Mithun Chowdhury told the Bengali Tribune that he went on a visit to India on April 6, returning home on 3 July. He said that during these three months he met some of the top BJP leaders of the ruling BJP and he said that the BJP of India is with the BJP of Bangladesh.

Mithun Chowdhury said, "India played a role during our independence. But the dream that we were independent of is going to be random. During our independence, our people (minority Hindus) were 39 percent. Now their number is 10 to 12 percent. Every day, 632 people fleeing to India. But why they will escape? This is a democratic state; Here's the government, there's everything. Why is so much torture and oppression? '

Asked about India's ruling party's attitude in this regard, Mithun Chowdhury said, "They (the leaders of Indian BJP) are worried about minorities in Bangladesh. They want to change the situation of the minorities. He said, "I have gone twice in Delhi, there were four or five meetings in the country, the minorities should live with dignity of the people, their rights should be established, their lands should not be harassed." But with whom is the meeting, I can not say. '

Asked about India's ruling party's attitude about the political initiative of Bangladesh, Mithun Chowdhury said, "The matter is that none of us who are doing minor for 46 years like us, do not want to work politically. But the BJP lastly told us, 'If you stand up, we will have a separate state, but we will have good visibility for you.' They have our blessings. ''

Asked whether the team logo was inspired by the logo of the Indian BJP, Mithun Chowdhury said, 'This is a wrong idea. Communists are all over the world. Why the BJP will not be in Bangladesh. They are the Bharatiya Janata Party, we are the Bangladesh Janata Party. Our logo, name is different. Their logo is just the lotus. Our logo lotus; The reason given below is to give two hands, we are oppressed, oppressed. I pray to God to save us from this persecution.

About the party's plan, Mithun Chowdhury said that if the BJP formed the government in the next election, the vested property will solve the complications of the extradition law, will resolve the complexity of the Chief Justice, each division will be upgraded to the province, separate ministries will be made for minorities and 80% of the loan defaulters will not be paid New loans will not be given, every school, college and university other religions The place of worship will be made and the three-day holiday gazette will be published in Durga Puja.

Mithun Chowdhury claimed that the Bangladesh Janata Party (BJP) will be Bangladesh's third power. Not only the third power, it will be one of the biggest political forces in Bangladesh. He said, 'We have allocated ourselves. There will be an alliance in a big platform soon, "he said, adding he was invited to a roundtable meeting on September 25.

Mithun Chowdhury claims that they will be able to announce a major alliance within the next one month. He said that there will be Islamic and democratic parties in this alliance.

Regarding formation of party committee and selection of candidates, newly elected BJP president said, "On September 2, as the party's president, a few posts have been announced along with my name. The full committee will be announced soon after the name of the rest. "The party, which took office in the cosmic tower near the daily Bangla junction, will give all the candidates in the next election, she said," The candidates have started sorting. 8-10 people have also been nominated. '

Regarding connecting with any other coalition, Mithun Chowdhury said, "I am not going to decide on any alliance at the moment. We will make a big alliance. There may be another coalition with us. We are preparing such that we do not have to go with the others. '

It is to be noted that on September 20, the announcement of formation of BJP in the initiative of the Hindu-Buddhist-Christian Adivasi Party and the equal number of organizations of the same group were formed on September 20. In addition to the Hindu-Buddhist-Christian indigenous party, this group has called for release, Bangladesh conscious organization, Jago Hindu Parishad, Ananda Ashram, Hindu League, Sanatan Arya Sangha, Bangladesh Buddhist Federation, Bangladesh Rishi Community, Bangladesh Minority Front, Human Rights, Hindu League, Sanatan Arya Sangha, Bangladesh Buddhist Federation, Bangladesh Rishi Community, Bangladesh Minority Front, Human Rights, Hindu Unity Alliance and various organizations. The president and spokesman of the party became Hindu-Buddhist-Christian Adivasi Party President Mithun Chowdhury, Debashis Saha became the Secretary General. Party's Metropolitan Editor Debdulal Saha, party's Youth Party President Ashik Ghosh.

Meanwhile, on the day after the announcement of the formation of BJP, General Secretary of the Ministry of Minority Rights Forum, Utpal Biswas denied the relationship with the new party. He said, Mithun Chowdhury had no contact with the formation of the BJP with the Minority Rights Forum Bangladesh. Our organization is a humanitarian, non-political organization We are working to make people aware about the rights and demands of the minorities in Bangladesh and the people.

Replying to this, Mithun Chowdhury told the reporter, "These things are not new in Bangladesh's politics. Ershad changed the conversation in the morning and afternoon. There is nothing to say about this. '
 
Last edited:
.
Just absorb all Hindus and Buddhists in India and send all Muslims to Bangladesh.

India will be lot peaceful.
 
. .
Lol idiots. :lol:

Should have the same fate as Ershad's recent 50-group Islamic or whatever alliance faced - breakup within days.
 
.
Back
Top Bottom